অপেক্ষার অবসান, ‘মিঠাই’ ভক্তদের দাবি মেনে প্রথমবার ‘দিদি নাম্বার ওয়ান’এ আসছেন সৌমিতৃষা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তারকা হোক বা আমজনতা, ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) এর প্রতি সবারই একটা দুর্বলতা রয়েছে। রচনা বন্দ‍্যোপাধ‍্যায় পরিচালিত এই শোয়ে সবার প্রবেশ অবাধ। তা সে গ্ল‍্যাম দুনিয়ার নামী অভিনেত্রীই হন বা অন‍্য পেশার সঙ্গে যুক্ত মানুষ। দিদি নাম্বার ওয়ানের তারকা স্পেশ‍্যাল পর্বগুলি বেশ হিটও হয়। কিন্তু এখনো পর্যন্ত টেলি তথা টলি জগতের তাবড় সেলিব্রিটিদের দেখা গেলেও কখনো ‘মিঠাই রানী’ বা সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu) দেখা যায়নি এ শোতে।

‘মিঠাই’ শুরু হওয়ার আগে প্রচারে এসেছিলেন বটে। কিন্তু খেলতে দেখা যায়নি সৌমিতৃষাকে। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন অভিনেত্রীর ভক্তরা। সবথেকে বেশি বার বাংলা সেরা হওয়ার রেকর্ড রয়েছে মিঠাইয়ের কাছে। পাশাপাশি সৌমিতৃষার জনপ্রিয়তাও কারোর অজানা নয়। তাহলে অন‍্য সব অভিনেতা অভিনেত্রীরা দিদি নাম্বার ওয়ানে আসার সুযোগ পেলেও সৌমিতৃষাকে কখনো দেখা যায়নি কেন? কেন কখনো ডাক পাননি তিনি?


মিঠাই সিরিয়ালের অন‍্য অভিনেতা অভিনেত্রীদের দেখা গিয়েছে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। কিন্তু যিনি সিরিয়ালের নায়িকা তিনিই বরাবর ব্রাত‍্য থেকেছেন। আক্ষেপ থেকেই বারংবার ক্ষোভ উগরে দিয়েছিলেন মিঠাই ভক্তরা। সেই সঙ্গে বহুবার চ‍্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধও জানিয়েছেন তারা মিঠাইকে দিদি নাম্বার ওয়ানে আনার জন‍্য।

অবশেষে চ‍্যানেল গ্রহণ করেছে তাদের আর্জি। শোনা যাচ্ছে, মিঠাই ওরফে সৌমিতৃষাকে নাকি খুব শীঘ্রই দেখা যাবে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। পুজো স্পেশ‍্যাল কোনো পর্বে তাঁকে দেখা যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। রচনা বন্দ‍্যোপাধ‍্যায় সৌমিতৃষার পেট থেকে কী কথা টেনে বের করতে চলেছেন সেটা জানতেই আপাতত আগ্রহে ফুটছেন মিঠাই ভক্তরা।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় খারাপ ফল করেছে মিঠাই। এক সময়ের বাংলা সেরা সিরিয়ালের স্থান এখন ছয় নম্বরে। কোনো নতুন টুইস্টই মন কাড়তে পারেনি দর্শকদের। শোনা যাচ্ছে, পুজোর পরে শেষও হয়ে যেতে পারে মিঠাই। এই কঠিন পরিস্থিতিতে সমস্ত মিঠাই ভক্তদের সংযত থাকার বার্তাও দিয়েছেন এক সিড-মিঠাই অনুরাগী।

সম্পর্কিত খবর

X