বাংলাহান্ট ডেস্ক: শহরে কখনো রোদ কখনো বৃষ্টি। তার মধ্যেই দূর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ছোট থেকে বড় সমস্ত পুজো উদ্যোক্তারা মুখিয়ে থাকেন তারকাদের দিয়ে পুজো উদ্বোধন করানোর জন্য। এখন বড়পর্দার থেকে ছোটপর্দার তারকাদের দিয়ে পুজো উদ্বোধন করানোর ধুম বেশি। আর এ ক্ষেত্রে চাহিদার শীর্ষে রয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।
জি বাংলার ‘মিঠাই’ তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে তুলেছে। তার আগেও একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। কিন্তু এমন খ্যাতি কখনোই পাননি। এখন গোটা বাংলা জুড়ে মিঠাইয়ের পরিচিতি। ‘বেঙ্গল টপার’ সিরিয়ালের নায়িকা বলে কথা। তাঁকে দিয়ে পুজো উদ্বোধন করানো মানে পুজোর গুরুত্ব বেড়ে যাওয়া।
কিছুদিন আগেই এক সংবাদ মাধ্যমের তরফে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে ছোটপর্দার একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর পুজো উদ্বোধনের পারিশ্রমিকের একটি লিস্টি শেয়ার করা হয়েছিল। তালিকার দ্বিতীয় স্থানেই নাম ছিল সৌমিতৃষার। সেই সঙ্গে বলা হয়েছিল, এক একটি পুজো উদ্বোধন করতে ৮৫ হাজার টাকা পারিশ্রমিক নেন তিনি।
পারিশ্রমিকের অঙ্ক নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। অনেকেই অবাক হয়েছিলেন অঙ্কটা জেনে। কয়েকজন তারকাদের নিন্দাও করেছিলেন, পুজোর ফিতে কাটা নিয়ে দরাদরি করার জন্য। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা নিজেই। আর মুখ খুলেই করলেন বিষ্ফোরক দাবি।
প্রতিবেদনটিতে কতটা সত্যতা আছে তা জানতে সোশ্যাল মিডিয়ায় সরাসরি সৌমিতৃষাকেই প্রশ্ন করেছিলেন জনৈক নেটনাগরিক। উত্তরও দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘এটা ভুল তথ্য। নিজের ব্যক্তিগত তথ্য আমি কখনোই ওদের সঙ্গে শেয়ার করিনি।’ একই রকম ভাবে ‘আহির’ ওরফে গৌরব রায় চৌধুরীও অস্বীকার করেছেন এই তথ্য। বিগত ১০ বছরে পুজোর কোনো অনুষ্ঠানেই নাকি যোগ দেননি তিনি।