সিরিয়ালে মিঠাই বলতে অজ্ঞান, ক‍্যামেরা অফ হতেই ‘ছোট জা’ অনন‍্যার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ সৌমিতৃষার!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মেগা সিরিয়াল (Serial) মানেই যৌথ পরিবারের গল্প। সেখানে কাকা, জ‍্যাঠা, মাসি, পিসি, দাদা, দিদি, ভাই, বোন মিলিয়ে একগাদা চরিত্র। তবে প্রিয় সিরিয়ালের নায়ক নায়িকাদের সঙ্গে পার্শ্ব চরিত্রগুলিকেও ভালবেসে ফেলেন দর্শকরা। আর সময় যত এগোয় ততই যেমন পুরনো চরিত্র বিদায় নেয়, তেমনি নতুন চরিত্রও যোগ দেয় সিরিয়ালে।

অভিনেতা অভিনেত্রীদের আসা যাওয়া কমবেশি সব সিরিয়ালেই লেগে থাকে। জি বাংলার এক সময়কার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’তেও (Mithai) অনেক চরিত্র এসেছে আবার চলেও গিয়েছে। টুইস্টের জন‍্যই বিখ‍্যাত ছিল মিঠাই। একটানা ৫৬ বার বাংলা সেরা হয়ে রেকর্ডও গড়েছিল মোদক পরিবার। কিন্তু চিরকাল তো সবার সমান থাকে না।


দেড় বছরেরও বেশি সময় ধরে চলা মিঠাইয়ের টিআরপি ক্রমশ কমছে। হয়তো শীঘ্রই সেরা দশের টিআরপি তালিকা থেকেও বেরিয়ে যেতে পারে সিরিয়ালটি। কিন্তু অভিনেতা অভিনেত্রীরা সেদিকে বিশেষ নজর দিতে রাজি নন। বাংলা সেরা হলেও যেমন গোপালকে ‘থ‍্যাঙ্কু’ বলতেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু, সাত নম্বরে নেমে এসেও এখনো একই রকম করে ধন‍্যবাদ দেন তিনি।

সেটে হইহুল্লোড় করে কাজ করেন সকলে। মিঠাইয়ের গার্লস গ‍্যাং অর্থাৎ মিঠাই, শ্রী, নীপা, পিঙ্কিদের ছবি, ভিডিও প্রায়ই ভাইরাল হয়। এই মহিলা সদস‍্যদের মধ‍্যে সবথেকে নতুন পিঙ্কি জি ওরফে অনন‍্যা গুহ। সিরিয়ালে স‍্যান্ডির স্ত্রী অর্থাৎ মিঠাইয়ের ছোট জায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি।


ক‍্যামেরার সামনে ‘মিঠাই জিজি’ বলতে অজ্ঞান পিঙ্কি। কিন্তু অফস্ক্রিনে দুজনের মধ‍্যে সম্পর্ক কেমন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌমিতৃষা মজার ছলে একগুচ্ছ অভিযোগ খাড়া করেছেন তাঁর অনস্ক্রিন ছোট জায়ের বিরুদ্ধে। অনন‍্যা নাকি সৌমিতৃষাকে না দিয়েই চিপস খেয়ে নেন। সেই সঙ্গে তাঁর অনুযোগ, অনন‍্যা নাকি নিজের নতুন ‘গন্ধরাজ’ গাড়িতে এখনো পর্যন্ত চড়াননি সৌমিতৃষাকে। দুজনের দুষ্টুমিষ্টি বন্ধুত্বতেই স্পষ্ট যে হাসিমজায় দিব‍্যি সময় কেটে যায় তাঁদের।

X