বাস্তবেও উচ্ছে বাবুর সঙ্গে ‘টম অ্যান্ড জেরি’র সম্পর্ক, মনের মানুষের খবর জানালেন ‘মিঠাই’ সৌমিতৃষা

বাংলাহান্ট ডেস্ক: পরপর ছক্কা হাঁকিয়ে চলেছে জি বাংলার ‘মিঠাই’ (mithai)। বাংলার দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই জনপ্রিয় সিরিয়াল। শুরু থেকেই হাসিখুশি মিঠাই ও মোদক পরিবারকে আপন করে নিয়েছে দর্শকরা। লাগাতার কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার একেবারে শীর্ষে বসে রয়েছে মিঠাই।

সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডুর (soumitrisha kundu) ফ‍্যান ফলোয়িং। ময়রার বাড়ির মেয়ে, ময়রার বাড়ির বৌ মিষ্টি মিঠাই হল সিরিয়ালের মূল চরিত্র। টানা কয়েক সপ্তহ ধরে বাংলা সেরা মিঠাই। আর সেই জায়গাটা ধরে রাখার জন‍্য কঠোর পরিশ্রমও করছেন সৌমিতৃষা। নিউজ ১৮ বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মিঠাইয়ের মতোই গোপালের প্রতি অগাধ বিশ্বাস তাঁর। গোপালকে স্মরণ করেই একের পর ধাপ পেরোচ্ছেন তিনি।

Mithai 1
সকালে এক একদিন সাতটা বা আটটায় কল টাইম থাকে। শুটিং শেষ হতে হতেও সেই রাত আটটা। তবে মিঠাই চরিত্রের চনমনে ভাব বজায় রাখতে পর্যাপ্ত বিশ্রাম নেন তিনি। কার্যত লকডাউনে রবিবার থেকেই বন্ধ সব সিরিয়ালের শুটিং। বাড়িতেই এখন বসে সময় কাটাতে হচ্ছে সৌমিতৃষাকে। অভিনেত্রী জানালেন, লকডাউনের আগেও শুটিং হত খুব নিয়ম মেনে। ব্লকে ব্লকে শুটিং করে দৃশ‍্যগুলি পরে জুড়ে দেওয়া হত। সিনের শুটিং শেষ হলেই পরে নিতে হচ্ছিল মাস্ক।

https://www.instagram.com/p/CI5uBJghch6/?utm_medium=copy_link

সিরিয়ালে মিঠাই আর উচ্ছে বাবুর টকমিষ্টি সম্পর্কে মজেছেন দর্শকেরা‌। বাস্তবে দুজনের সম্পর্ক ঠিক কেমন? উত্তরে সৌমিতৃষা জানান, অফস্ক্রিনেও আদৃতের সঙ্গে তাঁর ‘টম অ্যান্ড জেরি’র মতোই সম্পর্ক। সেটে প্রায়ই ঝগড়া লাগে দুজনের।

https://www.instagram.com/p/CKBfmrwBSjy/?utm_medium=copy_link

তবে অভিনেত্রী জানান, সিরিয়ালে মিঠাই সিডকে ভালবেসে ফেললেও বাস্তবে কিন্তু সৌমিতৃষা এখনো সিঙ্গল। মনের মানুষ পেলে আগেই এনগেজমেন্টটা সেরে ফেলব। তারপর ধীরেসুস্থে আট দশ বছর পর বিয়ে করবেন। কিন্তু পাত্র হিসাবে উচ্ছে বাবু নয়। নিজের মতো প্রাণখোলা মানুষই চান বাস্তবের মিঠাই।

Niranjana Nag

সম্পর্কিত খবর