আদৃত আমাকে চুমু খাচ্ছে… ‘মিঠাই’ শেষ হতে অজানা কথা নিয়ে বিষ্ফোরক সৌমিতৃষা

বাংলাহান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে নতুন সপ্তাহ। সন্ধ্যা ছটার টাইম স্লটে এসেছে অন্য সিরিয়াল (Serial)। আড়াই বছর ধরে জি বাংলার সদস্য হয়ে থাকা ‘মিঠাই’ (Mithai) বিদায় নিয়েছে চিরতরে। এখনো অনেকেই মোদক পরিবারের না থাকাটা মেনে নিতে পারছেন না। মিঠাই সিদ্ধার্থ, সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu), আদৃত রায়রা (Adrit Roy) ব্যস্ত হয়ে গিয়েছেন নিজ নিজ জীবনে। কিন্তু তাঁদের নিয়ে চর্চা থামছে না।

টানা কাজের পরে বিরতি নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছেন আদৃত। সৌমিতৃষা বড়পর্দায় ডেবিউয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত। পরিচালক অভিজিৎ সেনের আসন্ন ছবি ‘প্রধান’এ দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। নিঃসন্দেহে একটা বড় সুযোগ।

Dev soumitrisha

 

সৌমিতৃষার অনুরাগীরা উচ্ছ্বসিত। মিঠাই হিসেবে তাঁর জনপ্রিয়তা গোটা বাংলা জুড়ে। সৌমিতৃষাও পৌঁছে গিয়েছেন বাংলার ঘরে ঘরে। মিঠাই, মিঠি দুটি চরিত্রকেই ঢালাও ভালবাসা দিয়েছেন দর্শকরা। আত্মবিশ্বাস বেড়েছে সৌমিতৃষারও। তিনি আশাবাদী, এরপর যে চরিত্রেই অভিনয় করুন না কেন একই রকম ভালবাসা তিনি পাবেন।

তবে নিন্দুকরাও চুপ করে নেই। দেবের বিপরীতে তাঁর কাজের সুযোগ পাওয়া নিয়ে চলছে নোংরা কুৎসা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিন্দুকদের উদ্দেশে বার্তা দিলেন সৌমিতৃষা। তাঁর মতে, কাউকে নিয়ে সমালোচনা, চর্চা হচ্ছে মানে সে কাজ করছে। তাই এসব আলোচনায় বরং খুশিই হচ্ছেন সৌমিতৃষা।

এখন যেমন দেবকে জড়িয়ে কুৎসা রটছে, তেমনি আদৃতকে নিয়েও দীর্ঘদিন ধরে গুঞ্জন চলেছে সৌমিতৃষার নামে। ‘সিধাই’ জুটিকে বাস্তবে দেখার জন্য কার্যত মরিয়া হয়ে উঠেছিলেন ভক্তদের একাংশ। এ বিষয়ে সাক্ষাৎকারে একটি সহজ উদাহরণ দেন সৌমিতৃষা। তিনি বলেন, ছোটবেলায় তিনি সিনেমা দেখে ভাবতেন, শাহরুখ কাজল, শ্রীদেবী অনিল কাপুরের হয়তো সত্যিই বিয়ে হয়ে গিয়েছে। তাঁদের সঙ্গেও তেমনটাই ঘটছে।

Soumitrisha adrit

অনস্ক্রিন জুটি হিট হলে মানুষ অফস্ক্রিনেও তাদের জুটি ভেবে নেয়। কিন্তু সৌমিতৃষা স্পষ্ট জানান, আদৃতের সঙ্গে কোনোদিন তাঁর প্রেম বিচ্ছেদ কিছুই হয়নি। প্রথম থেকেই তাঁদের মধ্যে খুনসুটির সম্পর্ক। তাঁদের সম্পর্কে নানান কথা রটানো হলে তাঁর হাসিই পেত বলে জানান সৌমিতৃষা। কিন্তু এক সময়ে খুব রেগে গিয়েছিলেন তিনি।

অভিনেত্রী জানান, তাঁকে আর আদৃতকে নিয়ে নানান মশলাদার গল্প রটানো হত। এডিট করে ছবিও বানাতেন অনেকে। একবার আদৃত তাঁকে চুমু খাচ্ছেন এমন ভাবে জুড়ে দেওয়া হয়েছিল দুজনের ছবি। এটা দেখেই রেগে আগুন হয়ে গিয়েছিলেন সৌমিতৃষা। উত্তরও দিয়েছিলেন ভদ্র ভাবে। তবে এখন আর এসব নিয়ে বিশেষ মাথা ঘামান না অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর