‘খালি কোলে উঠতে চাইতাম’, ২২ বছরের সৌমিতৃষা বলছেন, ‘এখন বর্নভিটা খাওয়ার বয়স’!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দা থেকে বড়পর্দা হয়ে এখন ডিজিটাল মাধ্যমে ডেবিউ করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। দীর্ঘদিন ধরেই সিরিয়ালে কাজ করছেন তিনি। তবে ‘মিঠাই’ তাঁর কাছে বড় ব্রেক হয়ে আসে। এই সিরিয়ালের পর থেকেই সৌমিতৃষার (Soumitrisha Kundu) উত্থানের শুরু। প্রথমে দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে ডেবিউ। তারপর আরো একটি সিনেমার পর এবার ওয়েব সিরিজেও অভিষেক সেরে ফেলেছেন অভিনেত্রী। উৎসব কি শুরু হয়ে গিয়েছে সৌমিতৃষার (Soumitrisha Kundu)?

পুজোয় কী প্ল্যান সৌমিতৃষার (Soumitrisha Kundu)

দুর্গাপুজোয় সকলেই থাকেন বেশ রিল্যাক্স মুডে। তারকারাও এই কদিন শুটিংয়ের চাপ মুক্ত থাকেন। সৌমিতৃষার (Soumitrisha Kundu) কী পরিকল্পনা পুজোয়? সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, আলাদা করে তাঁর কখনোই কিছু পরিকল্পনা থাকে না পুজোয়। কিছু উদ্বোধন রয়েছে। এছাড়া পরিবারের সঙ্গেই সেজেগুজে কোথাও খেতে যাবেন। বাড়িতেও মায়ের বানানো পোলাও, মাংস, লুচি, ছোলার ডাল খান বলে জানান সৌমিতৃষা (Soumitrisha Kundu)।

আরো পড়ুন : পাত্তাও পাবেন না ঐশ্বর্য-ক্যাটরিনা, ছেলের জন্য এই নায়িকাকেই বেছেছিলেন সলমনের মা!

ছোটবেলার পুজোর স্মৃতি ঘাঁটলেন অভিনেত্রী

পুজোর কথা বলতে বলতেই নস্টালজিয়ায় ভাসেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। ছোটবেলায় একসঙ্গে সকলে মিলে ঠাকুর দেখতে যেতেন। তবে ভিড়ভাট্টা, লাইন দিয়ে ঠাকুর দেখা তাঁর কোনোকালেই পছন্দ ছিল না। হাঁটতেও নাকি পছন্দ করতেন না সৌমিতৃষা (Soumitrisha Kundu)। খালি কোলে উঠতে চাইতেন।

আরো পড়ুন : দেবীপক্ষেই ঘরে এল লক্ষ্মী-সরস্বতী, যমজ সন্তানের বাবা হলেন টলিউড অভিনেতা

সবাই আদরে রাখেন সৌমিতৃষাকে

এখনো নাকি সেই ছোটটিই রয়েছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। অন্তত সকলে তাঁকে তেমন ভাবেই আদর যত্নে মুড়ে রাখে। অভিনেত্রী জানান, তাঁর নতুন সিরিজের সেটে নাকি সকলে তাঁর সঙ্গে এমন ব্যবহার করেছেন যেন তিনি বাড়ির বাচ্চা। তিনি যা খেতে চান তাই এনে খাইয়েছেন সকলে। কেউ কদবেল মাখা, কেউ আইসক্রিম এনে খাইয়েছেন।

Soumitrisha Kundu

ওয়েব সিরিজের শুটিং থেকে সৌমিতৃষার বিয়ের লুক ভাইরাল হয়েছে। বাস্তবে কবে তাঁকে এমন রূপে দেখা যাবে? প্রশ্ন অনুরাগীদের। সৌমিতৃষার অবশ্য সাফ কথা, ২২ বছর বয়সে কি কেউ বিয়ে করে? তাঁর তো এখন বর্নভিটা খাওয়ার বয়স, কৌতুক সৌমিতৃষার।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X