‘এটাই সাফল্যের চাবিকাঠি নাকি?’ সৌমিতৃষার ‘অশালীন’ ছবিতে কুৎসিত কটাক্ষ! ছিছিক্কার নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক : সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) নাকি বদলে গিয়েছেন। ইন্ডাস্ট্রি তথা নেটিজেনদের অনেকের মুখেই এখন এই একই কথা। হ্যাঁ, তাঁর কেরিয়ারের গতি প্রকৃতি বদলেছে। ছোটপর্দা থেকে বর্তমানে সিনেমা এবং ওয়েব সিরিজেই মন দিয়েছেন তিনি। সিরিয়ালে আপাতত ফেরার সম্ভাবনাও নেই তাঁর। কিন্তু সৌমিতৃষার (Soumitrisha Kundu) অনুরাগীদের একাংশও যেন বিরূপ হয়ে উঠেছেন তাঁর উপরে। কী এমন করেছেন সৌমিতৃষা?

সিরিয়াল দিয়ে অভিনয় শুরু সৌমিতৃষার (Soumitrisha Kundu)

ছোটপর্দায় অনেকদিন আগেই পা রেখেছিলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। প্রথম দিকে বেশ কিছু সিরিয়ালে তেমন নাম না করতে পারলেও তাঁকে বড় ব্রেক এনে দেয় মিঠাই। এই সিরিয়াল থেকেই উত্থান শুরু সৌমিতৃষার (Soumitrisha Kundu)। তারপরেই তাঁর বড়পর্দায় ডেবিউ হয় ‘প্রধান’ এর হাত ধরে। বর্তমানে প্রথম সিরিজের শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক কিছু ছবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

আরো পড়ুন : আদিত্য চ্যাপ্টার শেষ! অনন্যার জীবনে নতুন প্রেম, অম্বানি পরিবার থেকে কাকে পাকড়াও করলেন নায়িকা?

অভিনেত্রীর ছবি নিয়ে শুরু বিতর্ক

নেট দুনিয়ায় আগের মতোই সক্রিয় থাকেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। প্রায় দিনই ফটোশুটের ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। কিন্তু অভিনেত্রীর আগের ছবি এবং ইদানিং কালের ছবির মধ্যে অনেক ফারাক দেখছেন নেটিজেনরা। সম্প্রতি একটি ডেনিম কোঅর্ড সুটে দেখা মিলল সৌমিতৃষার (Soumitrisha Kundu)। আঁটোসাঁটো পোশাকে অভিনেত্রীর পোজ দেখে কমেন্ট বক্সে ছিছিক্কার করেছেন নেটিজেনদের একটা বড় অংশ।

আরো পড়ুন : এই আনন্দের ভাগ হবে না, নিজের ব্যালকনিতেই করেছেন চাষ! চোদ্দ শাক তোলার ভিডিও শেয়ার করে উচ্ছ্বসিত মিমি

ধিক্কার দিচ্ছেন নেটনাগরিকরা

একজন লিখেছেন, ‘ছিঃ যা ছিরি ছবির কী বলব!’ আরেকজন লিখেছেন, ‘বেকার লাগে এখন’। আরো একজন মন্তব্য করেছেন, ‘মিঠাইতে আগে ভালো লাগত। এখন কেমন একটা হয়ে গিয়েছে। ফিগারটা একদম বাজে করে ফেলেছে। দিনে দিনে অনেক খারাপ হচ্ছে, বাজে বাজে ড্রেস পরে’। এমনকি মিঠাইয়ের শাড়ি পরার ধরণ নিয়েও তিতিবিরক্ত নেটিজেনরা। ‘ভদ্র’ ভাবে পোশাক পরার পরামর্শ দিয়েছেন তাঁরা মিঠাই রানিকে।

Soumitrisha Kundu

প্রসঙ্গত, আগামীতে ডিজিটাল দুনিয়ায় পা রাখতে চলেছেন সৌমিতৃষা। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘কালরাত্রি’ ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে সৌমিতৃষাকে। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর