‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’, নিজের দুই প্রাণের বন্ধুর সঙ্গে পরিচয় করালেন ‘মিঠাই’ সৌমিতৃষা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ইন্ডাস্ট্রিতে নাকি বেশি বন্ধু নেই তাঁর। কিন্তু যে কজন রয়েছেন তাঁদের জন‍্য বুঝি সব কিছু করতে পারেন সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu)। ব‍্যস্ত শিডিউলের মধ‍্যেও এই প্রিয় বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভোলেন না ‘মিঠাই’ অভিনেত্রী। সৌমিতৃষার সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ঢুঁ মারলেও দুই বন্ধুর সঙ্গে তাঁর প্রচুর ছবি, ভিডিও চোখে পড়বে।

জিজ্ঞেস করছেন সৌমিতৃষার দুই প্রিয় বন্ধু (best friend) কারা কারা? তাঁরা হলেন অভিনেতা সায়ক চক্রবর্তী (sayak chakraborty) ও অভিনেতা শুভ্রজিৎ সাহা (subhrojit saha)। যদিও সিরিয়ালের দর্শকরা তাঁদের বেশি চেনেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে রাণীমার দুই নাতি মহেন ও যদু হিসেবে। রাণী রাসমণির বড় নাতি মহেনের চরিত্রে দেখা গিয়েছিল সায়ককে এবং মেজ নাতি যদুর চরিত্রে অভিনয় করেছিলেন শুভ্রজিৎ।


এঁরা দুজনেই সৌমিতৃষার খুবই ঘনিষ্ঠ বন্ধু। অভিনেত্রীর অনুরাগীরা অবশ‍্য তাঁদের বন্ধুত্বের বিষয়ে খুব ভালভাবেই জানেন। সোশ‍্যাল মিডিয়ার দৌলতে তিনজনের ছবি, রিল ভিডিও দেখার সৌভাগ‍্যও হয় মিঠাই ভক্তদের। সেই সঙ্গে পাল্লা দিয়ে হাসি মশকরা খুনসুটিও করেন তিনজন। এই সবকিছুই দারুন উপভোগ করেন নেটিজেনরা‌।

https://www.instagram.com/p/CJlejjUBlYd/?utm_medium=copy_link

সম্প্রতি ‘বেস্ট ফ্রেন্ডস ডে’ উপলক্ষে সায়ক ও শুভ্রজিতের সঙ্গে একটি রিল ভিডিও বানিয়েছেন সৌমিতৃষা‌। ‘ককটেল’ ছবির ‘দারু দেশি’ গানের সঙ্গে একটি মিষ্টি ভিডিও বানিয়েছেন তিনজন। ভিডিওতে হলুদ শাড়ি, লাল ব্লাউজে মিঠাই রূপে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। বেশ বোঝা যাচ্ছে শুট ফ্রম হোমের ফাঁকেই এই ভিডিও বানিয়েছেন তিনি। ১১ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে।

https://www.instagram.com/p/CJcl1R1Bdok/?utm_medium=copy_link

এর আগে শুভ্রজিতের সঙ্গে সৌমিতৃষার ছবি নিয়ে বেশ গুঞ্জন শোনা গিয়েছিল নেপাড়ায়। মিঠাইয়ের ফ‍্যান পেজে শুভ্রজিতের সঙ্গে সৌমিতৃষার একটি ছবি পোস্ট করা হয়েছিল। ছবিতে দেখা যায় শুভ্রজিতের কাঁধে হাত দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন সৌমিতৃষা। ছবিটি শেয়ার হতেই নেটিজেনদের একাংশ ধরে নেন একে অপরকে ডেট করছেন শুভ্রজিৎ ও সৌমিতৃষা।

বিষয়টা নিয়ে তুমুল ক্ষেপে যান সৌমিতৃষা। আসলে অভিনেত্রী প্রিয়াঙ্কা চট্টোপাধ‍্যায় ও শুভ্রজিৎ দুজনেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তাই তাঁদের ছবি পোস্ট করে শুভেচ্ছা কামনা করেন তিনি। সৌমিতৃষা আরো বলেন, প্রেম করা কোনো অপরাধ নয়। তাই যদি সত‍্যিই তিনি প্রেমে পড়েন তাহলে নিশ্চয়ই জানাবেন। কিন্তু বন্ধুত্বকে অকারণে প্রেমের তকমা দিতে চান না তিনি।

X