প্রেম শুরু হতে না হতেই ব‍্যাগড়া! লকডাউনে মিঠাই-সিডের নতুন প্রেমের কি দেখা মিলবে? জানালেন সৌমিতৃষা

বাংলাহান্ট ডেস্ক: গোটা বাংলা জুড়ে কার্যত লকডাউন (lockdown) জারি হয়েছে ১৬ মে রবিবার থেকে। জরুরি পরিষেবা গুলি ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে পরিবহন, দোকানপাট সবই। গত বছরের মতো এ বছরেও বন্ধের তালিকায় রয়েছে টালিগঞ্জের শুটিং পাড়া। রবিবার থেকেই বন্ধ স্টুডিওগুলি। এবার প্রিয় ধারাবাহিকগুলোর নতুন এপিসোড আর দেখতে পাওয়া যাবে? চিন্তায় পড়েছেন দর্শকরা।

মাথায় হাত ‘মিঠাই’ (mithai) অনুরাগীদেরও। অপেক্ষাকৃত নতুন সিরিয়াল এটি। তবে মিঠাই সিডের টক মিষ্টি রসায়ন আর একের পর এক চমকের জোরে টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। এতদিন মিঠাই এর উপর বিরক্ত থাকলেও সম্প্রতি পরিস্থিতির প্রভাবে মিঠাইয়ের প্রতি নরম হতে দেখা যাচ্ছে সিডকে। আস্তে আস্তে মিঠাইয়ের গুরুত্ব বুঝছে সে।

IMG 20210517 155458
ঠিক এই সময় ছন্দপতন। লকডাউনের জেরে বন্ধ শুটিং। প্রেমটা শুরু হতে না হতেই বিগড়ে গেল, হতাশ দর্শকেরা। তবে তাদের চিন্তা করার কারণ নেই। আশ্বাস দিয়েছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। লকডাউন ঘোষনা হওয়ার পরপরই নিজের ইনস্টা হ‍্যান্ডেলে ‘উচ্ছে বাবু’র সঙ্গে দুটো ছবি শেয়ার করে তিনি লিখেছেন, মিঠাই সিদ্ধার্থ শীঘ্রই ফিরবে।

https://www.instagram.com/p/CO56h1SBNFW/?igshid=js46qmc4uw1d

এই পোস্টে একজন প্রশ্ন করেছেন, আর কি নতুন এপিসোড দেখাবে না? উত্তরে সৌমিতৃষা জানিয়েছেন, তাঁদের ব‍্যাঙ্কিং করা আছে। আরো সাত বা নয়টি নতুন এপিসোড এখনো দেখা যাবে বলে জানিয়েছেন অভিনেত্রী। সৌমিতৃষার কথা শুনে হাঁফ ছেড়েছেন দর্শকরা।

IMG 20210517 155847
প্রসঙ্গত, এই মুহূর্তে সিরিয়ালে দেখানো হচ্ছে নীপার বদলে রাতুলের সঙ্গে বিয়ে হয়েছে শ্রীতমার। আদিত‍্য আগরওয়ালের প্ররোচনায় না ভেবে চিন্তে বিয়ের দিনই লন্ডন যাওয়ার জন‍্য পালিয়ে গিয়েছে নীপা। এই ঘটনা জানাজানি হতে রাতুলের মা ঘোষনা করেছেন ছেলের সঙ্গে নীপার বিয়ে আর দেবেন না। তিনিই শ্রীকে অনুরোধ করেন দুই বাড়ির সম্মান বাঁচাতে রাতুলকে বিয়ে করতে।

বাড়ির সবার কথা ভেবে শ্রীতমাও বাধ‍্য হয় বিয়েতে রাজি হতে। অপরদিকে রাতুলের সঙ্গে ফিরে আসে নীপা। দুই বোনের মিলও হয়ে যায়‌। কিন্তু বিয়ে মিটতে না মিটতেই তোর্সার মা জানান সোমবারেই সিড মিঠাইয়ের ডিভোর্স। সিড কি এবার মিঠাইয়ের গুরুত্ব বুঝে ডিভোর্স আটকাবে সেটাই দেখার।

Niranjana Nag

সম্পর্কিত খবর