বাংলাহান্ট ডেস্ক: রোজকার সিরিয়াল (Serial) দেখার সুবাদে গল্পের নায়ক নায়িকারাও একরকম ঘরের লোক হয়ে ওঠেন। আর প্রিয় সিরিয়ালের প্রিয় চরিত্রগুলির জীবনের সঙ্গে দর্শকরা যে কতটা একাত্ম হয়ে যায় তার প্রমাণ তো বহুবার মিলেছে। এই মুহূর্তে যে কটি বাংলা সিরিয়াল চলছে তাদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে প্রথম তালিকাতেই জায়গা পাবে ‘মিঠাই’ (Mithai)। মোদক পরিবারের ময়রা বৌমা এই এক বছরে চোখের মণি হয়ে উঠেছে দর্শকদের।
তবে একা মিঠাই নয়, তার উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থও নিজস্ব স্টাইলেই মহিলা মহলে সাড়া ফেলে দিয়েছেন। অনেকে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) ও আদৃত রায়কে বাস্তব জীবনেও জুটি হিসাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু সে স্বপ্ন আদৌ কোনোদিন সত্যি হবে কিনা তা জানেন স্বয়ং মিঠাই সিদ্ধার্থই। তবে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’এ এসে ‘মিঠাই’ সিরিয়ালেরই এক সহ অভিনেতার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন সৌমিতৃষা।
তিনি কে? নামটা হল জন ভট্টাচার্য। সিরিয়ালে যাকে খলনায়ক ওমি আগরওয়ালের চরিত্রে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গেই জুটি বাঁধার ইচ্ছা জানালেন সৌমিতৃষা। আসলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ফাঁকে সবার প্রিয় মিঠাই এর কাছে কিছু মজার প্রশ্ন রাখা হয়েছিল।
যেমন, তিনি রান্না করতে জানেন কিনা। উত্তরে সৌমিতৃষার অকপট স্বীকারোক্তি, মিঠাই রান্নায় পটু হলেও তিনি একেবারেই কাঁচা। উপরন্তু মা তাঁকে গ্যাস জ্বালাতেও দেন না। এরপরেই আসে বহু প্রতীক্ষিত প্রশ্ন, লভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটায় বিশ্বাসী সৌমিতৃষা?
অভিনেত্রীর উত্তর, অবশ্যই লভ ম্যারেজ। তাহলে জুটি বাঁধতে হলে কাকে পছন্দ করবেন তিনি? এখানেই টুইস্ট দেন সৌমিতৃষা। উচ্ছেবাবু অর্থাৎ আদৃত নয়, বাস্তবের মিঠাই এর পছন্দ জন ভট্টাচার্যকে! ভবিষ্যতে কি পর্দায় বা বাস্তবে দেখা মিলবে দুজনের একত্রে? উত্তর দেবে সময়।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে এ বারের সোনার সংসার অ্যাওয়ার্ডে কার্যত ঝড় তুলে দিয়েছে মিঠাই টিম। সেরা সিরিয়ালের তকমা তো পেয়েইছে, উপরন্তু সূত্রের খবর সেরা নায়ক ও নায়িকাও নাকি হয়েছেন আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু।
এদিন লাল টুকটুকে শাড়ি ব্লাউজ ও খোলা চুলে সেজেছিলেন সৌমিতৃষা ওরফে অন্যদিকে নীল রঙের প্যান্ট স্যুটে ধরা দিলেন সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়। গোটা মিঠাই টিম কার্যত জমিয়ে দিয়েছিল শো। তৃণমূল বিধায়ক মদন মিত্রের হাত থেকে পুরস্কার নিয়েছেন মিঠাইয়ের সর্বকনিষ্ঠ সদস্যা নীপা ওরফে ঐন্দ্রিলা সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, পায়েল সরকার, অঙ্কুশ হাজরার মতো তারকারা।