আকাশে ঘনিয়ে কালো মেঘ, বৃষ্টি আসার আনন্দে ননদের সঙ্গে চুটিয়ে নাচলেন ‘মিঠাই’

বাংলাহান্ট ডেস্ক: ‘মিঠাই’ (mithai) প্রেমে বুঁদ হয়ে রয়েছে আপামর বাঙালি। মাত্র কয়েক মাস হয়েছে জি বাংলায় পথচলা শুরু করেছে মিঠাই। এর মধ‍্যেই জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে সিরিয়ালের। টানা কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে এই সিরিয়াল। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডুর (soumitrisha kundu) ফ‍্যান ফলোয়িং।

ইতিমধ‍্যেই ৮৬ হাজার ছাড়িয়ে গিয়েছে সৌমিতৃষার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ‍্যা। তবে সোশ‍্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় থাকতে দেখা যায় না তাঁকে। অনুরাগীদের জন‍্য মাঝে মাঝে মিঠাইয়ের সেটের বা নিজের ব‍্যক্তিগত জীবনে কিছু ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। সম্প্রতি মিঠাইয়ের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

Mithai3
বড় ননদিনী নন্দার সঙ্গে নাচ জুড়েছেন মিঠাই। প্রচণ্ড গরমের মাঝে হঠাৎই আকাশে কালো মেঘের ঘনঘটা। বৃষ্টি আসার আনন্দে আত্মহারা মিঠাই। ঘরে কি আর মন বসে? তাই ননদকে নিয়ে মিঠাই সোজা বাইরে রাস্তায়। ‘বরসো রে মেঘা মেঘা’ গানে চুটিয়ে নাচলেন দুজন। জি বাংলার অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। আর শেয়ার করা মাত্রই ভাইরাল নেটদুনিয়ায়।

প্রসঙ্গত, এই মুহূর্তে সিরিয়ালে দেখানো হচ্ছে নীপার বদলে রাতুলের সঙ্গে বিয়ে হয়েছে শ্রীতমার। আদিত‍্য আগরওয়ালের প্ররোচনায় না ভেবে চিন্তে বিয়ের দিনই লন্ডন যাওয়ার জন‍্য পালিয়ে গিয়েছে নীপা। এই ঘটনা জানাজানি হতে রাতুলের মা ঘোষনা করেছেন ছেলের সঙ্গে নীপার বিয়ে আর দেবেন না। তিনিই শ্রীকে অনুরোধ করেন দুই বাড়ির সম্মান বাঁচাতে রাতুলকে বিয়ে করতে।

বাড়ির সবার কথা ভেবে শ্রীতমাও বাধ‍্য হয় বিয়েতে রাজি হতে। অপরদিকে রাতুলের সঙ্গে ফিরে আসে নীপা। দুই বোনের মিলও হয়ে যায়‌। কিন্তু বিয়ে মিটতে না মিটতেই তোর্সার মা জানান সোমবারেই সিড মিঠাইয়ের ডিভোর্স। সিড কি এবার মিঠাইয়ের গুরুত্ব বুঝে ডিভোর্স আটকাবে সেটাই দেখার।

Niranjana Nag

সম্পর্কিত খবর