বাংলা হান্ট ডেস্ক : ইন্দাসে যাওয়ার পথে কাঁকরডাঙ্গায় আটকে দেওয়া হল সাংসদ সৌমিত্র খাঁ (Soumutra Khan) কে। উঠল চোর চোর স্লোগান, সৌমিত্র খাঁর গাড়ি ঘিরে বিক্ষোভও দেখানো হল। ইন্দাসে যাওয়ার পথে পাত্রসায়ের থানার কাঁকরডাঙ্গা মোড়ে বিষ্ণুপুরের বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ সৌমিত্র খাঁর পথ আটকাল তৃণমূল।
এরপরই ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগড়ে দিলেন সৌমিত্র। তিনি বলেন, ‘আজ ইন্দাসে আমাদের বিধায়ককে খুন করতে চেয়েছিল পুলিস। এখানকার নিজে দায়িত্ব নিয়ে চারটি ব্লকে ভোট করতে দিতে চাননি। আমাদের কর্মীদের উপরও যথেচ্ছ ভাবে আক্রমণ করা হয়েছে। আজ পাত্রসায়রে আমাকেও আক্রমণ করা হয়। আমার গাড়ির কাচও ভেঙে দেওয়া হয়।’
সৌমিত্র আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে কী এটা ভোট হচ্ছে? আমরা পশ্চিমবঙ্গে আছি না সিরিয়ায় আছি? ৫ লক্ষ ভোটে হারবে এরা। সেই ভয়েই মনোনয়ন পত্র জমা করতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে এভাবে ভোট করা সম্ভব নয়। পুলিস না থাকলে আমরা তৃণমূল কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারি। মা বোনদের টাকা চুরি করেছে এই পঞ্চায়েত প্রধানরা।’
এদিন ইন্দাসে মনোনয়ন করতে যাওয়ার পথে বিজেপির মিছিলের উপর পুলিসের লাঠিচার্জের ঘটনার পর ইন্দাস যাচ্ছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। কাঁকরডাঙ্গা মোড়ের কাছাকাছি তাঁর কনভয় আসতেই রাস্তার উপর বসে তাঁর গাড়ি আটকে দেয় মহিলারা। চোর চোর স্লোগান দেওয়া হয় সাংসদকে লক্ষ্য করে। অবরোধের মুখে পড়ে পরে গাড়ি ঘুরিয়ে সাংসদ সোনামুখীর দিকে ফিরে যান।
প্রসঙ্গত, তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাইলট কারে হামলার ঘটনায় গ্রেফতার হন ১২ জন বিজেপি নেতা কর্মী। গত সোমবার বাঁকুড়ার জয়পুর থানার বাঘাজলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহারের নেতৃত্বে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেই রাস্তা অবরোধ ও বিক্ষোভ শুরু হয় বিজেপির। সেই সময় কলকাতা যাওয়ার পথে তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ও পাইলট কার আটকে পড়ে বিজেপির বিক্ষোভে।
সায়ন্তিকাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ, এরপরে বিজেপির বিক্ষোভের মুখে পড়ে সায়ন্তিকার গাড়ি ও পাইলট কার ঘুরিয়ে অন্য পথে যাওয়ার চেষ্টা করলে সায়ন্তিকার পাইলট কারের উপর ঝাঁপিয়ে পড়ে বিজেপির নেতা কর্মীরা। পাইলট কারে লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। এর জেরে গাড়ির পিছনের কাচ ভেঙেও যায়। গোটা ঘটনা ঘটেছে বিজেপি সাংসদ ও বিধায়কদের সামনেই। এই ঘটনায় ১২ জন বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার হাজির করা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। এবার একই ধরনের ঘটনার মুখোমুখি হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।