বনিবনা নেই বাস্তবে, কেমন সম্পর্ক অঙ্কিতার সঙ্গে? সত্যিটা বলেই দিলেন ‘জগদ্ধাত্রী’ নায়ক সৌম্যদীপ

বাংলাহান্ট ডেস্ক : টালমাটাল পরিস্থিতি থেকে সম্প্রতি কামব্যাক করেছে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। টুইস্টের পর টুইস্ট এনে সিরিয়ালের টিআরপি বাড়িয়েছেন নির্মাতারা। এক্ষেত্রে বড় অবদান রয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri) স্বয়ম্ভূ দুর্গার মতো চরিত্রগুলিরও। কারণ ধারাবাহিক লিপ নেওয়ার পর চরিত্রগুলিতে যেমন বদল এসেছে, তেমনি বড়সড় বদল এসেছে সিরিয়ালের গল্পেও।

টিআরপি ফের বেড়েছে জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালের

জগদ্ধাত্রীর গল্প এক ধাক্কায় বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে। জগদ্ধাত্রীর (Jagadhatri) মেয়ে দুর্গাই এখন নতুন গল্পের মধ্যমণি। একসঙ্গে মা মেয়ে দুই চরিত্রে অভিনয় করে নজর কাড়ছেন অঙ্কিতা মল্লিক। অন্যদিকে স্বয়ম্ভূর চরিত্রে দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে। দুর্গার বিপরীতে কে থাকবে তা অবশ্য এখনো জানা যায়নি।

Soumyadeep mukherjee opened up about relation between him and jagadhatri

বাস্তবে কেমন সম্পর্ক জগদ্ধাত্রী স্বয়ম্ভূর: পর্দায় জগদ্ধাত্রী (Jagadhatri) স্বয়ম্ভূর রসায়ন থেকেছে জমজমাট। এমনকি সেরা জুটির পুরস্কারও পেয়েছেন তাঁরা। কিন্তু বাস্তব জীবনে নাকি ব্যাপারটা অন্য রকম। টেলিপাড়ায় গুঞ্জন, জি এর জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’তে নাকি চরম বিবাদ নায়ক নায়িকার মধ্যে। বাস্তবে নাকি মুখ দেখাদেখি প্রায় বন্ধ জগদ্ধাত্রী (Jagadhatri) স্বয়ম্ভূ ওরফে অঙ্কিতা এবং সৌম্যদীপের। যার জেরে গল্প এগোনোর পর পর্দায় দুজনকে একসঙ্গে খুব কমই দেখা যাচ্ছে।

আরো পড়ুন : বাসন্তী চট্টোপাধ্যায়ের পর অসুস্থ আরেক প্রবীণ অভিনেত্রী, আগামী মাসেই রয়েছে অস্ত্রোপচার

কী জানালেন সৌম্যদীপ: সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন সৌম্যদীপ। বিবাদের গুঞ্জন উড়িয়ে পর্দার স্বয়ম্ভূ স্পষ্টই জানান, পর্দার বাইরেও অঙ্কিতার সঙ্গে তাঁর বোঝাপড়া দারুণ। ব্যক্তিগত জীবনে খুবই ভালো বন্ধু তাঁরা। তাঁদের রসায়ন নিয়ে যে ধরণের বিভ্রান্তি ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করেন অভিনেতা।

আরো পড়ুন : সৃজনের পর ফের বিয়ের সানাই ‘নিম ফুল’ পরিবারে! লিভ ইন প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন নায়িকা

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ্যে এসেছে জি বাংলা সোনার সংসার ২০২৫ এর প্রোমো। সেখানেও যুগলে নজর কেড়েছেন জগদ্ধাত্রী স্বয়ম্ভূ। পাশাপাশি ক্যামেরার পেছনেও বেশ খোশমেজাজে ধরা দিয়েছেন অঙ্কিতা এবং সৌম্যদীপ। যা দেখে স্পষ্ট বোঝা যায়, দিব্যি ভালো সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর