বাংলাহান্ট ডেস্ক: বারংবার দুর্নীতিতে নাম উঠে আসা সত্ত্বেও তৃণমূলে (Trinamool Congress) তারকা যোগের বিরাম নেই। কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ধর্না মঞ্চেও বাদ গেল না দলে যোগদান। বিরাট চমক দিয়ে এদিন ধর্না মঞ্চেই তৃণমূলে যোগ দিলেন উত্তম কুমার এবং তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় (Sourav Banerjee)।
মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে দলে যোগ দেন সৌরভ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মহানায়ক উত্তম কুমারের পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে আমাদের। আমার বাবার সঙ্গে তরুণ কুমারের যোগাযোগ ছিল। এই পরিবার বাংলার সম্মানিত পরিবার। কিন্তু সেদিন উত্তম কুমারের মরদেহ রবীন্দ্রসদনে রাখতে দেওয়া হয়নি। আমরা মানবিক দিক থেকে দেখি’।
অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের আরেক পরিচয় তিনি তরুণ কুমারের নাতি। আর সেই সূত্রে উত্তম কুমারেরও নাতি। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় তাঁর তুতো ভাই। টেলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ সৌরভ। বেশ কিছু সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তাঁর রাজনীতিতে যোগদান নিঃসন্দেহে একটা বড় চমক।
উল্লেখ্য, উত্তম কুমারের পরিবারের সঙ্গে তৃণমূলের একটা যোগ রয়েছে আগে থেকেই। মহানায়কের নাতবউ অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী দেবলীনা কুমার তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের একমাত্র কন্যা। কিন্তু গৌরবকে অবশ্য সরাসরি দলে যোগ দিতে দেখা যায়নি। সেটা করে দেখালেন সৌরভ।
প্রসঙ্গত, কিছুদিন আগে হ্যাকারদের কবলে পড়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সৌরভ। তাঁর হোয়াটসঅ্যাপে একটি অচেনা বিদেশি নম্বর থেকে ফোন এসেছিল। সেই ফোন না ধরলে ওই একই নম্বর থেকে মেসেজ করে হুমকি দেওয়া হয়, সাড়ে ৩ হাজার টাকা ধার নেওয়া হয়েছে। সেটা মিটিয়ে দিতে হবে। তখনো ঘাবড়াননি সৌরভ।
কিন্তু এর পরেই নতুন চাল চালে প্রতারকরা। সৌরভের ফোনে যে যে কন্ট্যাক্ট রয়েছে সেই ছবি তাঁকে মেসেজ করে পাঠানো হয় ওই নম্বর থেকে। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন অভিনেতা। সৌরভ জানিয়েছিলেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে টাকা শোধ না করলে পরিচিতদের কাছে পর্ন ভিডিও পাঠিয়ে দেওয়া হবে। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন তিনি।