NCA প্রধান হিসেবে কেন বাছা হল লক্ষণকেই, মন ছুঁয়ে যাওয়া জবাব দিলেন BCCI প্রেসিডেন্ট

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে কার্যত শুরু হয়েছে এক নতুন জমানা, কারণ একদিকে যেমন বদলে গিয়েছে দলের প্রধান কোচ তেমনি অন্যদিকে বদলানো হয়েছে এনসিএর প্রধানকেও। ভারতের নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড় যোগদান করার পর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদটি খালি হয়ে গিয়েছিল। সেই সূত্র ধরেই, ভিভিএস লক্ষণকে এই পদে বসিয়েছে বিসিসিআই। ভারতীয় দলের নতুন কোচ এবং এনসিএ প্রধানের নির্বাচনের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা ছিল প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর। কার্যত লক্ষণ, দ্রাবিড় দু’জনকেই রাজি করিয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক।

তারা রাজি হওয়ায় তিনি যে প্রচন্ড খুশি এবার সরাসরি তা জানিয়ে দিলেন সৌরভ। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ জানান, “প্রধান কোচ এবং এনসিএ-র প্রধান হিসাবে তাদের দুজনকে পেয়ে আমি খুব খুশি। কারণ এই দুটি ভারতীয় ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ।” প্রসঙ্গত উল্লেখ্য সিএবি প্রেসিডেন্ট থাকার সময়ও বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ভিভিএস লক্ষণকে নিয়ে এসেছিলেন দাদা। এবার ফের একবার তার হাতে গুরুত্বপূর্ণ পদ তুলে দিলেন তিনি। কেন বারবার ভিভিএস লক্ষণকে এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব তুলে দিচ্ছেন সৌরভ? এবার সে কথাই জানালেন তিনি।

তিনি পরিষ্কার জানান, “তাদের জানানো হয়েছিল এটা খুবই জরুরী এবং তারা সম্মত হন। আমরা তাদের দুজনকে পেয়ে সত্যিই ভীষণ খুশি, ভারতীয় ক্রিকেট এখন নিরাপদ হাতে রয়েছে। আবেগ আপ্লুত হওয়ার থেকেও আমি এটা ভেবে খুশি যে তারা সম্মত হয়েছেন এবং তারা ভারতীয় ক্রিকেটের জন্য এই কাজ করতে চান।” সৌরভ আরও বলেন, “লক্ষণের মধ্যে দৃঢ়তার যে ক্ষমতা রয়েছে, সেই কারণেই আমরা তাকে বেছে নিয়েছি। তিনি একজন ভাল মানুষ, যার সাথে কাজ করা আনন্দদায়ক। ভারতীয় ক্রিকেটে তার মর্যাদা অন্য সমস্তকিছুকে ছাড়িয়ে যায়। রাহুল এনসিএতে একটি সঠিক ব্যবস্থা গড়ে তুলেছেন, যা লক্ষণকে আগামী দিনে কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

IMG 20210925 125359

সাথে সাথেই বিসিসিআই প্রেসিডেন্ট জানান, “ভারতীয় ক্রিকেটের সেবা করার জন্য তিনি হায়দরাবাদ ছেড়ে আগামী তিন বছর বেঙ্গালুরুতে থাকবেন। নিশ্চয়ই তার আয় কম হবে, কিন্তু তিনি রাজি হয়েছেন। তার স্ত্রী ও সন্তানরাও এখন বেঙ্গালুরুতে থাকবেন। তাদের সন্তানরা এখন ব্যাঙ্গালোরে। তাদের স্কুল এবং একটি পরিবার হিসাবে তাদের জন্য অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। ভারতীয় ক্রিকেটের প্রতি যদি আপনার এতটা শ্রদ্ধা না থাকে তবে এটি আপনার পক্ষে সহজ হবে না।”

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর