সৌরভ জানালেন তার এই নতুন দলের টেন্ডুলকার , ড্রাভিড , কুম্বলে কে ?

ভারতীয় ক্রিকেট (Indian Cricket)  ইতিহাসে অন্যতম সেরা ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি তার নিজের প্রভাব বিস্তার করেছিলেন ভারতীয় ক্রিকেটে। তিনি মনেদ্র সিংহ ধোনির মতো নিজের আবেগ লুকিয়ে রাখতে পছন্দ করতেন না। বরং বলা চলে যে , জেতার পরে আবেগ প্রবনই হয়ে পরতেন সৌরভ। খেলা জীবনের শেষেও হার মেনে নেন নি তিনি , তাই প্রায়সই ই দেখা যেত তাকে মাঠে , বক্তা হিসেবে। কেবল ক্যাপ্টেন হিসেবেই নয় , তার সততা এবং কথার ভঙ্গি তাকে ক্রিকেটের অন্যতম কন্ঠ হিসবে প্রতিষ্ঠা করেছে।বলা বাহুল্য যে তার ক্যাপ্টেন জীবনের মত  একই ভাবে তার সভাপতি জিবন ও ততটাই ফলপ্রসু হয়েছে।

আগের অক্টোবর মাসে বি.সি.সি.আই এর সভাপতি হওয়ার পর ও তিনি সম্পূর্ন প্রদান করেছেন ভারতীয় ক্রিকেটকে। বহু সেরা এবং প্রধান সিদ্ধান্ত ইতিমধ্যেই তিনি নিয়েছেন , যার মধ্যে প্রায় প্রতিটার সফলতাই চোখে পরে। যেভাবেই তিনি একজন খেলোয়ার হিসেবে ভারতীয় ক্রিকেট দলকে নতুন পর্যায় নিয়ে যেতে সাথায্য করেছেন সেভাবেই কিছু পরিক্ষিত বিজয়ী খেলোয়ার তাকে সাহায্য করেছে। তার ক্যপ্টেন থাকা কালিন ভারতীয় দলের স্তম্ভ ছিলেন সচীন টেন্ডুল্কার , অনীল কুম্বলে, রাহুল ড্রাভিড এবং তিনি নিজে। তাই তার ক্যাপ্টেন জীবন  এবং সভাপতি জীবনের মধ্যে তুলনা হওয়াটা স্বাভাবিক।

তিন মাস সভাপতি হিসেবে অতিক্রমের পরে তাকে প্রশ্ন করা হয় যে তার নতুন বি.সি.সি.আই দলের সচীন, ড্রাভিড এবং কুম্বলে কে? এর সাথেই আবার একটি অসাধারন উত্তরের মাধ্যমে তিনি জিতে নেন সবার মন , তিনি বলেন –“ সবাই, জয় আছে, অরূন আছে, আমরা এক সাথেই কাজ করি । তাই কে টেন্ডুলকার, কে ড্রাভিড বলা কঠিন । আমরা ভালো বন্ধু সবাই। অরূনের নিজের স্কুল আছে, জয় নিজের ব্যবসা সামলায় “ ।

তিনি আরও বলেন যে – “ আমরা সবাই এক লাইনেই ভাবি , আমাদের সবারই প্রধান লক্ষ্য শেষ তিন বছরের সমস্ত ভুল ত্রুটি সংশোধন। কিছু পরিবর্তন এই তিন মাসে ঘটেছে ,  এবং আমরা এভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। আমরা দল হিসেবে মাঠে যেমন ভালো খেলছি সেভাবেই মাঠের বাইরে থেকেও ভালো খেলার চেষ্টা করবো”।


সম্পর্কিত খবর