সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থার খোঁজ নিলেন অমিত শাহ-মমতা ব্যানার্জী, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ আজ সকালে আচমকাই বুকে ব্যথা শুরু হয় প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর (Sourav ganguly)। বুকে ব্যথা বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে সকালে জিম করার সময় পিঠে কিছুটা ব্যথা অনুভব করেন তিনি, তারপর মাথা ঘুরে পড়ে যান, তারপরেই শুরু হয় বুকে ব্যথা।

সৌরভ গাঙ্গুলীকে বাই পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে সৌরভের হৃদযন্ত্রে কিছুটা অসুবিধা রয়েছে, তবে এই মুহূর্তে তিনি স্থিতিশীল। হাসপাতালে রয়েছেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং মেয়ে সানা গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী চিকিৎসার জন্য ইতিমধ্যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভবিষ্যতে যাতে সৌরভ গাঙ্গুলি আর এই ধরনের অসুবিধার সম্মুখীন না হয় সেই দিকটি যথেষ্ট যত্নসহকারে দেখছেন চিকিৎসকরা।

সৌরভ গাঙ্গুলীর অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করে সৌরভ গাঙ্গুলীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত সাহা মহাশয়। দাদা স্নেহাসিশ গাঙ্গুলির সঙ্গে ফোনে কথা বলেন অমিত শাহ।
এছাড়াও সৌরভ গাঙ্গুলীর অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “সৌরভ গাঙ্গুলি মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন শুনে খুবই খারাপ লাগলো। ওর দ্রুত আরোগ্য কামনা করি।”

এছাড়াও সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থার খোঁজ নেন বিসিসিআই সচিব জয় শাহ, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, ভারত অধিনায়ক বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানে সহ অন্যান্য ব্যক্তিরা।


Udayan Biswas

সম্পর্কিত খবর