বিমানকর্মীদের অভদ্র ব্যবহার, নিউজিল্যান্ডে গিয়ে চরম হেনস্থার শিকার সৌরভ, হরভজন! ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : নিউজিল্যান্ড (New Zealand) বললেই ক্রিকেট ভক্তদের সামনে ভেসে ওঠে কেন উইলিয়ামসন, টিম সাউদিদের মত ক্রিকেট তারকাদের চেহারা‌। ভারতের (India) মাটিতে এক আলাদাই ফ্যানবেস রয়েছে তাদের। রাচিন রবীন্দ্র, ইস সোঢির মতো ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা নিউ জিল্যান্ড দলের হয়ে ক্রিকেট খেলছেন। আমাদের দেশে এক আলাদাই খাতির যত্ন পেয়ে থাকেন তারা। তবে তাদের দেশেও সেটা হয় কি?

আসলে অতীতে ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketer) নিউজিল্যান্ড থেকে খুব একটা ভালো অভিজ্ঞতা নিয়ে আসেননি। সৌজন্যে তাদের আইন। এই আইনের চক্করে বেশ ভালোরকম সমস্যায় পড়তে হয়েছিল হরভজন সিং (Harbhajan Singh) এবং সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly)। আজ থেকে প্রায় দুই দশক আগে ভারতীয় দল খেলতে গেছিল কিউয়িদের দেশে। নেতৃত্ব দিচ্ছিলেন সৌরভ গাঙ্গুলি।

সেবার কেবল জুতোর কারণে ৪০০ মার্কিন ডলার খসাতে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেবার কেবল জুতোয় কাদা লেগে থাকার কারণে হরভজনকে আটকে রেখেছিল নিউজিল্যান্ড সরকার।‌ ওদিকে সৌরভকে আটকানো হয়েছিল জুতোর সংখ্যা সঠিক না বলায়। শেষমেষ ৪০০ মার্কিন ডলার জমা করে ছাড়ানো হয়েছিল দুই ক্রিকেট তারকাকে।

আসলে নিউজিল্যান্ড সরকার তাদের দেশের আইন নিয়ে ভীষণ কড়া। বাইরে থেকে আসা যে কোনও ব্যক্তির প্রতিটি জিনিস তারা খতিয়ে দেখে। আসলে বাইরের রোগ জীবানু থেকে দেশকে সুরক্ষিত রাখতেই এই ব্যবস্থা। সেবার অকল্যান্ডে যখন টিম ইন্ডিয়া নামে তখন হরভজন এবং সৌরভের জিনিস নিয়ে আপত্তি জানায় এয়ারপোর্টে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

সেবার কাস্টমস পার করার সময় দেখা যায় হরভজন সিং-র জুতোয় মাটি লেগে রয়েছে। স্ক্যানিং-র সময় তা ধরা পড়ে এবং তাতেই আটকে দেওয়া হয় ক্রিকেট তারকাকে। তৎকালীন সময়ের একটি ভিডিওতে দেখা যায়, এয়ারপোর্টে হরভজনের ব্যাগ খোলা হচ্ছে। সেই সময় হরভজন বেশ রুষ্ট গলায় জিজ্ঞেস করেন, ‘তুমি আমার কিট ব্যাগ গুছিয়ে দেবে?’

268222 harbhajan ganguly 1 Sourav Ganguly

ওদিকে সৌরভ গাঙ্গুলিকে আটক করা হয় অতিরিক্ত জুতো আনার জন্য। ভিডিওতে দেখা যায়, সৌরভ গাঙ্গুলির ব্যাগ থেকে বাচ্চাদের গুড়ো দুধ এবং তিন জোড়া জুতো বের করা হয় যেটা সম্পর্কে তিনি নাকি আগে থেকে জানাননি। সেইসময় সিকিউরিটি অফিসার পাল্টা বলেন, ‘আপনার কাছে তিন জোড়া জুতো আছে সেটা আপনি আগে বলেননি, ফাইন দিতে হবে।’ এসব দেখে ভাজ্জি তো সোজা বলেই দিলেন যে, অস্ট্রেলিয়া অনেক ভালো। তিনি আর কখনও নিউজিল্যান্ড আসতেই চাননা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর