আবার ক্রিকেটের মাঠে ফিরছেন সৌরভ! ODI বিশ্বকাপের আগে প্রাক্তন BCCI সভাপতির কাঁধে গুরুদায়িত্ব

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপে (ODI World Cup 2023) ইডেন গার্ডেন্স (Eden Gardens) বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। ভারতের একটি ম্যাচ ছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলি একটি করে ম্যাচ খেলবে এই স্টেডিয়ামে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তান দুটি করে ম্যাচ খেলবে ক্রিকেটের নন্দনকাননে। সেই সঙ্গে যদি ভারত এবং পাকিস্তান সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হয় তাহলে আয়োজিত হবে ইডেনেই।

এতগুলি গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পেয়ে খুশি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তার ক্রিকেট কেরিয়ার খুব একটা সফল হয়নি। তার বদলে এই বাংলা রঞ্জি দলে একবার জায়গা পেয়ে তার ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজেকে অমর করে ফেলেছেন। তবে সেই নিয়ে স্নেহাশিসবাবুর কোনও আক্ষেপ নেই। তাই বিশ্বকাপেও তিনি নিজের ভাইকে একটি গুরুদায়িত্ব নিতে চলেছেন।

শোনা গিয়েছিল যে বিশ্বকাপ আয়োজনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে সিএবি যা নিয়ে কোনও নিয়ম এতদিন তাদের সংবিধানে উল্লেখ ছিল না। কিন্তু সেই কমিটির দায়িত্ব দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবং তাকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে পারলে গোটা ব্যাপারটা মহারাজ এর অভিজ্ঞতায় আরও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে বিশ্বাস করেন স্নেহাশিস।

আরও পড়ুন: আমি পেরেছিলাম, এখন কোহলিদেরও করতে হবে! এশিয়া কাপের আগে বিস্ফোরক সৌরভ

sad sourav

আজ সিএবি ১২ জন সদস্য বিশিষ্ট বোর্ড সদস্যদের একটি বিশেষ কমিটির কথা ঘোষণা করেছে। এই দলে খুব স্বাভাবিকভাবেই রয়েছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের জন্য সঠিকভাবে ইডেন সেজে উঠছে কিনা সেই বিষয়টি দেখবে কমিটি। ইতিমধ্যেই সৌরভ একবার পরিদর্শন করে গিয়েছেন ক্রিকেটের নন্দনকাননের সেজে ওঠার প্রস্তুতি।

আরও পড়ুন: স্বামীকে দলে না নেওয়ায় ক্ষুব্ধ! BCCI-কে মারাত্মক প্রশ্ন চাহালপত্নী ধনশ্রীর

সৌরভ সম্প্রতি ইডেন গার্ডেন্সের প্রস্তুতি সম্পর্কে বলেছেন, ‘ইডেন গার্ডেন্সের কাজ যথেষ্ট মসৃণ গতিতেই এগোচ্ছে। সঠিক সময়ের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে।’ প্রাক্তন বিসিসিআই সভাপতি ছাড়াও এই কমিটিতে রয়েছেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। দুজনে মিলে সঠিকভাবে তদারকি করে বিশ্বকাপের আগে কাজ সম্পন্ন করে ফেলবেন এমনটাই বিশ্বাস ক্রিকেট ভক্তদের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর