‘শাহরুখের বাজার নেই…’, ‘ঘর কা মুরগি ডাল বরাবর?’, একজোটে দাদা ও দিদিকে খোঁচা দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Business Summit)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন। আর সেই সম্মেলনে রীতিমতো চাঁদের হাট। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। আর গতকাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই মহারাজকে নতুন পরিচয় দিলেন তৃণমূল সুপ্রিমো।

mamata sourav

মমতাকে কটাক্ষ দিলীপের

বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেছে নেন মমতা। আর এই ঘোষণার পর থেকেই বিরোধীদের নিশানায় দিদি ও বাংলার দাদা। রোজকার মত বুধবার সকালেও প্রার্তভ্রমণে নিউটাউন ইকোপার্কে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh)। আর সেখান থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জোর আক্রমণ শানালেন তিনি।

ঠিক কী বললেন গেরুয়া সাংসদ?

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘সৌরভ কে চিনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতো বছর সময় লেগে গেল? নাকি খুঁজে পাচ্ছিলেন না। ঘর কা মুরগি ডাল বরাবর? ত্রিপুরা সরকার তো ওনাকে আগে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দিয়েছে। যিনি বাংলার ক্রিকেটের জন্য এতো কিছু করেছেন তাকে চিনতে ওর এতো বছর লেগে গেল? আমার তো মনে হয় এখন আর শাহরুখের বাজার নেই। তাই সৌরভের হাত ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা।’

দিলীপ আরও বলেন, ‘সৌরভ নতুন কিছু বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কথা কিছু বলেনি। উনিও আগে যা বলতেন তাইই বলেছেন। সৌরভও তাই। তাজপুর বন্দরের একটা পাথর ও গাঁথা হয়নি। কত টাকার প্রোজেক্ট? কারও জানা নেই। দেউচা পাঁচামির কথা বলেছেন। কিচ্ছু হয়নি। কী আছে ভেতরে কয়লা আছে কিনা কেউ জানেনা। সব গল্প। উনি ক্ষমতায় থাকলে কিছুই হবে না। আগে বিনিয়োগ হোক। খালি প্রচার করে কোনো কাজ হবে না।’

আরও পড়ুন: অসুস্থ ‘কাকু’-বালুকে ‘সারপ্রাইস’ দিতে SSKM এ পৌঁছে গেল ED? তারপরই যা ঘটল, তুঙ্গে শোরগোল…

উল্লেখ্য, এবার বিশ্ববঙ্গ সম্মেলনে আসেন নি আদানি। আদানির তাজপুর বন্দরের বরাত প্রসঙ্গ উঠতেই দিলীপ বলেন,’ আদানি নিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেখানকার মাটির ফিট সার্টিফিকেট আসেনি। আদৌ বন্দর করা যাবে কিনা,কিছু বোঝা যাচ্ছে না। জলে কে টাকা ফেলবে? কেড়ে তো নিলেন ওনার থেকে। এখন দেবেন কাকে? সবই তো গভীর জলে পড়ে আছে।’

আগেই ২০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা করেছেন আম্বানি

ওদিকে গতকাল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে বাংলায় বিনিয়োগের কথা জানিয়ে দেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। মুকেশ অম্বানী বলেন, “বাংলা এখন এগিয়ে যাওয়ার দিশারি হয়ে উঠেছে। এ রাজ্যের জিডিপিও জাতীয় স্তরে অনেকটাই বেশি। রাজ্যের GDP এখন ১১.৫ শতাংশ। বাংলার এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়া এখন গোটা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। আগে রিলায়েন্স বাংলার উন্নতিতে কাজ করে যাবে।”

dilip bjp

তিনি আরও বলেন, “বাংলায় গত ৬ বছরে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। আগামী ৩ বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। বাংলার উন্নয়নে কোনও ত্রুটি থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে আরও বিনিয়োগ করা হবে। ফাইভ জি পরিষেবা এগিয়ে যাচ্ছে। বাংলার প্রত্যেক বাড়িতে এয়ার ফাইবার এবং জিও ফাইবার পরিষেবা পৌঁছে যাবে। যা কর্মক্ষেত্রে নতুন দিশা নিয়ে আসবে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর