“এটিকে শুরু থেকেই ছিল, মোহনবাগান এসে এক হয়েছে” ডিরেক্টর বোর্ডে যুক্ত হয়ে মন্তব্য সৌরভের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: লক্ষ্মীপুজোর সন্ধ্যায় “রিমুভ এটিকে” স্লোগানে সরব হয়ে মোহনবাগান ক্লাবের পাশাপাশি সচিব দেবাশিস দত্তের বাড়ির সামনে বিক্ষোভে মেতে ওঠেছিলেন সবুজ মেরুণ সমর্থকরা। আইএসএল শুরু হওয়ার বেশকিছু দিন আগেই চলতি মরশুমে এটিকে সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন দেবাশিস দত্ত। কিন্তু সেই প্রতিশ্রুতি শেষপর্যন্ত প্রতিশ্রুতি হয়েই থেকে গিয়েছে, পূরণ করা আর হয়নি।

এহেন দেবাশিস দত্ত এবার কালীপুজোর সন্ধ্যায় মোহনবাগান তাঁবুতে এনে হাজির করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ক্লাব সচিব দেবাশিস দত্তের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিক সম্মেলন করে দেবাশিস দত্ত জানান যে এটিকে মোহনবাগানের ডিরেক্টর বোর্ডে যুক্ত হচ্ছেন প্রিন্স অফ ক্যালকাটা। আগেও এটিকে মোহনবাগানের ডিরেক্টর বোর্ডে ছিলেন সৌরভ। কিন্তু আইপিএল ২০২২-এ সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলে দল কেনায় সৌরভ সেখান থেকে সরে দাঁড়িয়েছিলেন। তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠতে পারে, এটাই ছিল তার সরে যাওয়ার কারণ।

তবে সৌরভ এটিকে মোহনবাগানের বিরক্ত বোর্ডে যুক্ত হওয়ায় মোহনবাগান ভক্তদের একটা বড় অংশ খুব একটা খুশি নন। তারা মনে করছেন এটিকে যে আর মোহনবাগানের সামনে থেকে সহজে সরবেনা সেটারই একরকম পরোক্ষ বার্তা এই পদক্ষেপ। তার ওপর সৌরভ গাঙ্গুলী আজ নিজের সাংবাদিক সম্মেলনে বলেছেন, “এটিকে আগে থেকেই ছিল। আইএসএল চ্যাম্পিয়নও হয়েছে। তারপর মোহনবাগান এসে যোগ দেওয়ায় তারা এক হয়েছেন। তবে এটিকে সরবে কিনা সামনে থেকে সেটা দেবাশিস বাবুই ভালো বলতে পারবেন।” এই বক্তব্যটিকে চূড়ান্ত খারাপ ভাবে নিয়েছেন মোহনবাগান সমর্থকরা।

কিছুদিন মোহনবাগান ক্লাবের তরফ থেকে সমর্থকদের এমন আচরণ নিয়ে সমালোচনা করা হয়েছিল। যা নিয়ে পরে অনেক জলঘোলা হয়। সেই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছিলেন কুণাল ঘোষও। মোহনবাগান ক্লাবের তরফ থেকে ভক্তদের করা আচরণের ভিত্তিতে যে বিবৃতি জারি হয়েছিল, সেটিকে ভুলবশত করা একটি কাজ বলে মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু আজ সরাসরি সবুজ মেরুণ সমর্থকদের প্রতি নিজের বিষোদ্গার প্রকাশ করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে আসেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ঘুরে যাওয়ার পর দেবাশিস দত্ত বলেছেন, “সমর্থকদের আমাদের প্রতি আস্থা নেই, কিন্তু সৌরভের রয়েছে।” এই বক্তব্যের মাধ্যমে প্রচ্ছন্নভাবে মোহনবাগান জনতার প্রতি নিজের ক্ষোভ এবার প্রকাশ্যে তুলে ধরলেন মোহনবাগান সচিব।

Reetabrata Deb

সম্পর্কিত খবর