বিশ্বের সেরা একাদশ বেছে নিলেন সৌরভ গাঙ্গুলি, দলে জায়গা পেলেন শুধু এই দুই ভারতীয় প্লেয়ার

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি একদিনের ক্রিকেটে কতটা ভয়ংকর ব্যাটসম্যান ছিলেন, তা আলাদা করে উল্লেখ করার দরকার নেই। টেস্ট ক্রিকেটে তিনি ১১৩ টি ম্যাচ খেলে ৪২.১৭ গড়ে মাত্র ৭২১২ রান করেছিলেন। যার মধ্যে ছিল ১৬ টি শতরান এবং ৩৫ টি অর্ধশতরান। সেখানে ওয়ান ডে ক্রিকেটে তার রেকর্ড অনেক বেশি ভালো এবং বিশ্বের যে কোনও ব্যাটারের কাছে ঈর্ষণীয়। মোট ৩১১ টি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন দাদা। তার মধ্যে ৪১ গড়ে তিনি করেছিলেন ১১৩৬৩ রান। তার মধ্যে ছিল ২২ টি শতরান এবং ৭২ টি অর্ধশতরান।

এহেন সৌরভ গাঙ্গুলি কিছুদিন পূর্বে বিশ্বের সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশের মধ্যে থেকে কিছু ক্রিকেটার নিয়ে বানিয়েছিলেন নিজের স্বপ্নের একাদশ। তবে আশ্চর্যজনকভাবে সেই ১১ জনের তালিকায় জায়গা পেয়েছিলেন মাত্র ২ কিংবদন্তি ভারতীয়। তার দলে মোট ৩ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জায়গা করে নিয়েছিলেন। তার দলে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেওবাগ অথবা অনিল কুম্বলে-র মতো তারকা ভারতীয় ক্রিকেটারের।

Sourav Ganguly
Sourav Ganguly

তিনি নিজে ওয়ান ডে ক্রিকেটে বেশি সফল হলেও দলটি বানিয়েছিলেন মূলত টেস্ট ক্রিকেটের ওপর ভিত্তি করে। সেইজন্যই তার দলে ওপেনার হিসাবে জায়গা পেয়েছিলেন অ্যালেস্টার কুক। তারপর তিনি সেওবাগের বদলে কুক-কে নেওয়া প্রসঙ্গে বলেছিলেন, “যদি আমার ব্যক্তিগত পছন্দের কথা জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই সেওবাগের নাম সবার আগে আসবে। কিন্তু বিশ্বসেরা একাদশে কুক-কে না রাখলে সেটা অন্যায় হবে।”

নিম্নলিখিত অংশে সৌরভ গাঙ্গুলির পছন্দের বিশ্ব একাদশ তুলে ধরা হলো:
ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া)
অ্যালেস্টার কুক (ইংল্যান্ড)
রাহুল দ্রাবিড় (ভারত)
সচিন টেন্ডুলকার (ভারত)
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) উইকেটরক্ষক
শ্যেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
মুথাইয়া মুরলিধরন (শ্রীলঙ্কা)
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)


Reetabrata Deb

সম্পর্কিত খবর