বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি টোয়েন্টি সিরিজের পর কাল ৪ঠা মার্চ মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচটি হতে চলেছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। তাই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিরাট কোহলির জীবনের বিশেষ এই ম্যাচে উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিরাট কোহলির টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই সৌরভ-বিরাটের সম্পর্কের সমীকরণ নিয়ে কম আলোচনা হয়নি। মন্তব্য-পাল্টা মন্তব্য, বিতর্কিত বয়ান সবকিছু নিয়ে ভারতীয় ক্রিকেটমহল একেবারে চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু অন্তত বিরাটের শততম টেস্টের আগে সেই বিতর্কের ছিটেফোঁটা খুঁজে পাওয়া গেল না। উল্টে বিরাটকে নিজের শততম ম্যাচের জন্য, দরাজ মনে শুভেচ্ছা জানালেন মহারাজ। এমনকী লন্ডনে নিজের ছুটি কাটানো সৌরভ, বিরাটের শততম টেস্টে উপস্থিত থাকবেন বলে দেশেও ফিরে এসেছেন।
বিরাটের শততম টেস্ট ম্যাচ সম্পর্কে বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োয় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘ভারতীয় ক্রিকেটের জন্য বিরাটের এই অর্জন একটা বিশাল বড় মাইলস্টোন। দেশের জন্য যারা ক্রিকেট খেলার স্বপ্ন দেখে, তারা সকলেই এই লক্ষ্যে পৌঁছতে চায়। বিরাটের জন্য এটি একটি অসাধারণ মুহূর্ত এবং ভারতীয় ক্রিকেটের জন্য এটা গর্বের। আমি নিজে দেশের হয়ে ১০০ টি টেস্ট ম্যাচ খেলেছি, তাই আমি জানি এই পরিসংখ্যান কতটা গুরুত্বপূর্ণ।’
Former #TeamIndia Captain & Current BCCI President – @SGanguly99 – has a message for @imVkohli on his 1⃣0⃣0⃣th Test. 👍 👍#VK100 pic.twitter.com/yXDz4bW5Wd
— BCCI (@BCCI) March 3, 2022
সৌরভ গঙ্গোপাধ্যায় আরও যোগ করেছেন ‘১০-১১ বছর আগে টেস্ট খেলতে শুরু করে বিরাটের এই যাত্রাপথটা দুর্দান্ত কেটেছে যেখানে ও একাধিক রেকর্ড গড়েছে। বিসিসিআই এবং ১০০টি টেস্ট খেলা একজন প্রাক্তন অধিনায়ক হিসাবে আমার তরফ থেকে বিরাট কোহলিকে আন্তরিক অভিনন্দন।’