বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের অবস্থা যখন খুবই শোচনীয় সচিনের মত কিংবদন্তিও হাল ছেড়ে দিয়েছিলেন সেই সময় দলের দায়িত্ব নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ফিক্সিংয়ে জর্জরিত একটি দলকে সেখানে থেকে টেনে বের করে সৌরভ ম্যাচ জেতা শিখিয়ে ছিলেন।
2001 সালে স্টিভ ওয়ার নেতৃত্বে অস্ট্রেলিয়ার জয়ের দৌড় থামিয়ে দিয়েছিল সৌরভের ভারত। 2-1 ফলাফলে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল সৌরভের ভারত। 146 টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে 76 টি ম্যাচে জয় এবং 49 টি টেস্টে নেতৃত্ব দিয়ে 21 টি টেস্টে জয় হাসিল করে রেকর্ড গড়েছিলেন সৌরভ।
হারতে হারতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা ভারতীয় দলকে বিদেশের মাটিতে জেতার অভ্যাস তৈরি করেছিলেন এই দাদা। সৌরভের নেতৃত্বেই ভারত ন্যাটওয়েস্ট সিরিজ জিতেছিল। সৌরভের নেতৃত্বেই উত্থান ঘটেছিল যুবরাজ সিং, বীরেন্দ্র শেওয়াগ, এম এস ধোনি, আশিস নেহেরা, ইরফান পাঠান, হরভজন সিং, জাহির খান, মহম্মদ কাইফের মত তরুণ ক্রিকেটারদের। তারাই ভবিষ্যতে ভারতকে 2007 টিটোয়েন্টি বিশ্বকাপ এবং 2011 ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিল।
তবে সৌরভ গাঙ্গুলির এই সফর মোটেও সহজ ছিল না। 1992 সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় দাদার তবে একটা ম্যাচ খেলেই তাকে বাদ পড়তে হয়। চার বছর পর অর্থাৎ 1996 সালে লর্ডসের মাটিতে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে সৌরভের। 2000 সালে ভারতের অধিনায়ক হওয়ার পর 2004 সালে গ্রেগ চ্যাপেল ভারতের কোচ হলে পরিকল্পনা করে দল থেকে ছেঁটে ফেলা হয় সৌরভকে। তবে সৌরভ ছাড়বার পাত্র নয় 2006 সালে দক্ষিণ আফ্রিকা সফরে দুরন্ত প্রত্যেবর্তন ঘটে সৌরভের। তারপর 2008 সালে ক্রিকেটকে বিদায় জানান মহারাজ।