বিশ্বকাপ থেকে আপাতত দূরে! দাদাগিরির স্টেজে ‘নাটু নাটু’ গানের তালে দুর্দান্ত নাচ সৌরভ গাঙ্গুলীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেট বিশ্বকাপ (2023 ODI World Cup) আরম্ভ হয়ে গিয়েছে। অনেক প্রাক্তন তারকা ক্রিকেটারই এই মুহূর্তে ধারাভাষ্যের কাজ করছেন। ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তা থাকলেও প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) এই মুহূর্তে এই পেশায় দেখা যাচ্ছে না। তবে বিশ্বকাপের সঙ্গে তিনি একেবারে যুক্ত নেই এটা বলাটা ভুল হবে। সিএবির বিশেষ দায়িত্ব বিশ্বকাপ চলাকালীন পালন করবেন তিনি ইডেন গার্ডেন্সে ম্যাচ আয়োজনের সময়। এর পাশাপাশি জনপ্রিয় রিয়‍্যালিটি শো, ‘দাদাগিরি’-র (Dadagiri) সঞ্চালক হিসেবেও দেখা গেল ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ককে।

বাংলার দর্শকদের কাছে এই রিয়‍্যালিটি শো অত্যন্ত জনপ্রিয়। এই শুক্রবার থেকে প্রতি শুক্র এবং শনিবার রাত ৯.৩০টা নাগাদ এক জনপ্রিয় বাংলা চ্যানেলে সম্প্রচারিত হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালিত এই শো। জানা গিয়েছে এবারে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের লড়াইয়ের গল্প উঠে আসবে প্রত্যেকটি এপিসোডের মধ্য দিয়ে।

প্রথম দিন থেকেই মজুদ ছিল মানুষের মন মাতানোর রসদ। শুক্রবারের এপিসোডে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দাদাগিরির এই মঞ্চে গানের তালে তালে নাচ করতে দেখা যায়! ‘RRR’ ছবির অস্কারজয়ী গান ‘নাটু নাটু’ গানে তালের সঙ্গে পা মেলানোর চেষ্টা করেন তিনি এক প্রতিযোগীর সঙ্গে। বলাই বাহুল্য মহারাজকে এই অবতারে দেখে তার ভক্তরা অত্যন্ত আনন্দিত এবং চমকিত। অবশ্য এই প্রথমবার যে তিনি কোন গানের তালে পা মিলিয়ে নাচলেন এমন নয়। ২০১৭ সালে জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ানের সাথে ‘জুড়ওয়া ২’ সিনেমার গানে পা মিলিয়ে নাচতে দেখা গিয়েছিল সৌরভকে।

সাম্প্রতিক সময়ে তার নামের সঙ্গে একাধিক বিতর্ক জড়িয়েছে। মেদিনীপুরে একটি কারখানা খোলার কথা জানিয়েছেন তিনি। কিন্তু সেই কথা বাংলায় ঘোষণা না করে কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে ঘোষনা করেছিলেন সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।

কিছুদিন আগে যারা এই প্রশ্ন তুলছিলেন তাদেরকে পাল্টা জবাব দিয়েছিলেন সৌরভ। তিনি জানিয়েছেন যে বাংলা বলেই এই প্রশ্নগুলি তোলা হচ্ছে এবং তার স্পেন গিয়ে শিল্প বা কারখানার কথা ঘোষণা করার মধ্যে কোন অস্বাভাবিকতা নেই। আর বর্তমানে তাকে গানের তালে নেচে নেচে পা মেলানোর চেষ্টা করতে দেখে সকলেই এটা বুঝতে পারছেন যে নিন্দুকরা যাই বলুক না কেন খোশমেজাজেই রয়েছেন বাংলার মহারাজ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর