ছোট্ট পুষ্পা ‘ঝুঁকেগা নেহি’, দাদাগিরিতে খুদের সঙ্গে সৌরভও নাচলেন ‘শ্রীভল্লি’র তালে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘দাদাগিরি’তে (Dadagiri) ছোটদের পর্ব মানেই দর্শক খুশি। পুঁচকেদের বড়দের মতো পাকা পাকা কথা শুনে হাসি চেপে রাখা দায় হয়ে পড়ে। আর ছোটদের পাল্লায় পড়ে তাদের বয়সীই হয়ে যান সৌরভ গঙ্গোপাধ‍্যায়ও (Sourav Ganguly)। দাদার উপর খুদেদের দাদাগিরি চুটিয়ে উপভোগ করেন দর্শকরা। চলতি সপ্তাহেও এমনি একটি পর্ব আসতে চলেছে ‘দাদাগিরিতে’। সেখানে এক পুঁচকের সঙ্গে নাচতেও দেখা গিয়েছে সৌরভকে।

প্রথমে নাচ গান থেকে একটু দূরে দূরে থাকলেও দাদাগিরি একেবারেই বদলে দিয়েছে সৌরভকে। অভিনেতা অভিনেত্রীরা আসলেই দিব‍্যি আবদার মেনে গানের তালে পা মেলান দাদা। আর এবারে ‘পুষ্পা’ ছবির জনপ্রিয় শ্রীভল্লি গানে নাচতে দেখা গেল বিসিসিআই সভাপতিকে।


আল্লু অর্জুনের ‘পুষ্পা’ এমনি একটি ছবি যা জনপ্রিয় হয়েছে আট থেকে আশি সব বয়সের মধ‍্যে। বড় থেকে ছোট সবার মুখে মুখে ঘুরছে ছবির গান আর পুষ্পারাজের সংলাপ। দাদাগিরিতে হাজির এমনি এক খুদে যাকে ‘ছোট পুষ্পা’ বললেও অত‍্যুক্তি করা হয় না।


চোখে সানগ্লাস এঁটে খুদে প্রতিযোগী জানায়, পুষ্পা এমন চশমা পরে তাই সেও পরেছে। আল্লু অর্জুনের স্টাইলে চোয়ালের নীচে হাত টানতেও দেখা যায় তাকে। আবার পুঁচকেকে নকল করেন সৌরভও। এখানেই শেষ নয়। অবিকল আল্লু অর্জুনের মতোই পা টেনে টেনে শ্রীভল্লি গানে নেচেছে খুদে পুষ্পা।


দুই পুঁচকে প্রতিযোগীর সঙ্গে সৌরভও নাচলেন একই ভাবে। এরপর দাদা জিজ্ঞাসা করেন, ছোট পুষ্পা ক‍্যাচ ধরতে পারে কিনা। হ‍্যাঁ বলেও ক‍্যাচ মিস করে সে। এরপরেই আরেক চমক। সৌরভ কয়েনটি মাটি থেকে তুলতে বললে তার সটান জবাব, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি!’

খুদের সোয়‍্যাগ দেখে দাদাও বলে ওঠেন, ‘ওহ লাভলি!’ প্রোমোটি দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটনাগরিকরা। চলতি সপ্তাহের শেষেই শনি বা রবিবার দেখানো হবে দাদাগিরিতে ছোটদের এই বিশেষ পর্ব।

X