বাংলাহান্ট ডেস্ক : শহরের রাস্তায় বেপরোয়া বাসের বিপজ্জনক গতির খবর আকছার উঠে আসে শিরোনামে। এবার বাসের রেষারেষির জেরে দুর্ঘটনার মুখে পড়ল স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বেহালায় নিজের এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন সানা। তবে বরাত জোরে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।
বাসের ধাক্কা সৌরভ (Sourav Ganguly) কন্যা সানার গাড়িতে
কী হয়েছে ঘটনাটা? জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বেহালা চৌরাস্তার কাছে সানার গাড়িতে ধাক্কা মারে একটি বাস। শোনা যাচ্ছে, ডায়মন্ড হারবার রোডের উপরে দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস ধাক্কা মারে সৌরভ (Sourav Ganguly) কন্যা সানার গাড়িতে। জানা যাচ্ছে, ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে গাড়ির একটা দিক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এমনকি গাড়ি উল্টেও যেতে পারত।
কীভাবে ঘটে দুর্ঘটনা: বরাত জোরে যেদিকে বাসটি ধাক্কা মারে, সানা সেদিকে ছিলেন না। তাই তিনি আহত হননি। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে দাবি একাংশের। তবে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সানা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সৌরভ (Sourav Ganguly) কন্যাকে সুরক্ষিত ভাবে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ওই বাসের চালককে ইতি মধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি সৌরভ।
আরো পড়ুন : আগেই উঠেছিল পরকীয়ার অভিযোগ, পিঙ্কির থেকে ডিভোর্স পেতে খোরপোশ বাবদ কত খরচ করতে হয়েছে কাঞ্চনকে?
বেড়ে চলেছে দুর্ঘটনা: বিগত দু মাসে একাধিক বাস দুর্ঘটনার খবর মিলেছে শহর কলকাতায়। গত ৩১ শে ডিসেম্বর তেলেঙ্গাবাগানের কাছে হাওড়া-বারাসত রুট এবং বাগাবাজার-গড়িয়া স্টেশন রুটের দুটি বাসের রেষারেষিতে গুরুতর আহত হন এক মহিলা। তাঁর পায়ের উপরে উঠে যায় বাসের চাকা। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
আরো পড়ুন : পাকিস্তান বোড়ে মাত্র, আড়ালে ঘুঁটি সাজাচ্ছে চিন! বাংলাদেশের “ড্রাগন” ঘনিষ্ঠতায় আশঙ্কা ভারতের
গত নভেম্বর মাসেও সল্টলেকের দু নম্বর গেটের কাছে দুটি বাসের রেষারেষিতে মৃত্যু হয় এক স্কুল ছাত্রের। তীব্র বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা। উল্লেখ্য, সম্প্রতি সংসদে শীতকালীন অধিবেশনে সড়ক দুর্ঘটনার বাড়বাড়ন্তের প্রসঙ্গ তুলেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানিয়েছিলেন, দেশের এক বহুল জনপ্রিয় রাজ্যে সবথেকে বেশি মানুষ প্রাণ হারায় সড়ক দুর্ঘটনায়। ট্রাফিক আইন মানায় কড়াকড়ির ব্যাপারেও দাবি তুলেছিলেন তিনি।