বাংলা হান্ট নিউজ ডেস্কঃ করোনা অতিমারি চলাকালীনই তার ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পড়াশোনা শুরু হয়েছিল। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মেয়ে সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly) অর্থনীতি নিয়ে নিজের স্নাতকের ডিগ্রী অর্জন করার লক্ষ্যে পড়াশোনা শুরু করেছিলেন। ২০২৩ সালে এসে তার সেই লক্ষ্য পূরণ হলো।
৬ ই সেপ্টেম্বর সমাবর্তন অনুষ্ঠানে সানার হাতে বিশেষ সম্মান তুলে দেওয়া হবে তার ডিগ্রী পূরণ করার জন্য। সৌরভ এবং তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সেদিন উপস্থিত থাকবেন নিজেদের মেয়ের পাশে। এমনিতে মাঝেমধ্যেই তারা লন্ডন গিয়ে মেয়ের সাথে সময় কাটিয়ে আসতেন। এখন এই বিশেষ সময় মেয়ের পাশে থাকার জন্য বুধবারেই লন্ডন পৌঁছে গিয়েছেন মহারাজ।
বিশাল অংকের টাকা খরচ করে সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে ইউসিএল বা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে পড়িয়েছেন। সেখানে অর্থনীতি নিয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথে পড়ার সময় তার বিশ্ববিদ্যালয়ের খরচ সংক্রান্ত একটি তথ্য সকলের সামনে আসে। আর অনেকেই জানতেন যে বর্তমানে শুধুমাত্র পড়াশুনাই করেন সানা গাঙ্গুলী, কিন্তু সেটা সত্যি নয়।
পড়াশুনোর পাশাপাশি তিনি একটি বিশেষ বিষয়ে একটি সংস্থার সঙ্গে যুক্ত থেকে ইন্টার্নশিপও করেন এবং সেখান থেকে তার রোজগার প্রায় ৩০ লক্ষ টাকা। বর্তমানে তিনি PWC-তে কাজ করছেন। দেড়শোটিরও বেশি দেশে উপস্থিত এই কোম্পানিতে তিনি যে টাকা রোজগার করছেন তা তার বয়সেই সৌরভ গাঙ্গুলিও করতে পারেননি।
আরও পড়ুন: ২ বড় তারকাকে বাদ দিয়ে ভারতের এশিয়া কাপ একাদশ নির্বাচন করলেন সৌরভ! চমকে গেল BCCI
সৌরভ তার অক্সফোর্ডে পড়ার জন্য তার খরচ চালানো শুরু করলেও এখন চাইলে নিজেই নিজের খরচ বহন করতে পারবেন সানা। বর্তমানে ইউসিএল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে তিন বছরের কোনও কোর্স সম্পূর্ণ করতে দিতে হয় ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা! এর সাথে যোগ হবে টিউশন ও বিদ্যালয় ফি এবং থাকা-খাওয়ার খরচও।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার