বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) খ্যাতি ও প্রতিভা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। আর সকলে এটাও জানেন যে তিনি সোনার চামচ মুখে জন্মেছেন। অর্থাৎ কোনও কিছুর অভাব তাকে ভোগ করতে হয়নি কোনওদিন। ক্রিকেটার হিসেবে নিজের কেরিয়ার শেষ করার পর তার উপার্জনও আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গিয়েছে। বর্তমানে তিনি আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন।
তবে এই প্রতিবেদনে আমরা তার বিষয়ে নয়, তার মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের বিষয়ে আলোচনা করব। বিশাল অংকের টাকা খরচ করে সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। সেখানে অর্থনীতি নিয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথে রয়েছেন। অনেকেই জানেন যে বর্তমানে শুধুমাত্র পড়াশুনাই করেন সানা গাঙ্গুলী, কিন্তু সেটা সত্যি নয়।
পড়াশুনোর পাশাপাশি তিনি একটি বিশেষ বিষয়ে একটি সংস্থার সঙ্গে যুক্ত থেকে ইন্টার্নশিপও করেন এবং সেখান থেকে তার রোজগার প্রায় ৩০ লক্ষ টাকা। বর্তমানে তিনি PWC-তে কাজ করছেন। দেড়শোটিরও বেশি দেশে উপস্থিত এই কোম্পানিতে তিনি যে টাকা রোজগার করছেন তা তার বয়সেই সৌরভ গাঙ্গুলিও করতে পারেননি।
সৌরভ অক্সফোর্ডে পড়ার জন্য তার খরচ চালানো শুরু করলেও এখন চাইলে নিজেই নিজের খরচ বহন করতে পারবেন সানা। বর্তমানে অক্সফোর্ড বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে তিন বছরের কোনও কোর্স সম্পূর্ণ করতে দিতে হয় ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা! এর সাথে যোগ হবে টিউশন ও বিদ্যালয় ফি এবং থাকা-খাওয়ার খরচও।