অশ্বিন, জাদেজা এখন অতীত! ভারতের বিশ্বকাপের দলে সৌরভের বাজি এই রহস্য স্পিনার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারত (Indian Cricket Team) পরপর দুটি আইসিসি টুর্নামেন্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হতাশ করেছে সমর্থকদের। অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২ সালের শেষ দিকে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে ছিটকে গিয়েছিল ভারত। কিছুদিন আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেও বিশাল বড় ব‍্যবধানে হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। এরপর দেশের মাটিতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপে (ODI World Cup 2023) ভারতীয় দল কিভাবে ভালো ফল করতে পারে সেই সম্পর্কে রোহিতদের পরামর্শ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

১২ বছর পর ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে কোনও ওডিআই বিশ্বকাপ। ২০১১ সালে দেশের মাটিতেই বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। তারপর থেকে বাকি দুটি ওডিআই বিশ্বকাপ যে আয়োজিত হয়েছে সেখানেও ট্রফি জিতেছে আয়োজক দেশ। ফলে রোহিতদের সামনে রয়েছে কঠিন প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ।

সেই অভিযান আরম্ভ হওয়ার আগে সৌরভ জানালেন যে কিভাবে বিশ্বকাপ জেতা সম্ভব ভারতের পক্ষে। তার মতে ভারতের মাটিতে যেহেতু খেলা হচ্ছে, তাই দলে দুইজন অফ স্পিনার খেলানোর বদলে অবশ্যই যেন একজন রিস্ট স্পিনার নিয়ে মাঠে নামে ভারত। আর এই ব্যাপারে তার প্রথম পছন্দ যুজবেন্দ্র চাহাল।

chahal lost

ভারতের তারকার লেগ স্পিনার সীমিত ওভারের ক্রিকেটে যথেষ্ট সফল। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে তাকে ব্যবহার করেননি রোহিত শর্মা। ভারতের মাটিতে যেন এই একই ভুল রোহিত না করেন সেই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন সৌরভ। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের মতো টিমগুলির বিরুদ্ধে চাহাল যে খুব কার্যকরী হতে পারে সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি।

রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের এই নতুন ভারতীয় দলের অনেক সমালোচনা করে থাকেন নিন্দুকরা। এখনো অবধি দলটি এমন কিছু করে উঠতে পারেনি জাতীয় সমালোচকদের মুখ বন্ধ হয়। ওডিআই বিশ্বকাপ এদেশের মাটিতে জয় না পেলে হয়তো অধিনায়ক রোহিত এবং কোচ দ্রাবিড় দুজনের সময়ই শেষ হয়ে যাবে। সৌরভের পরামর্শ কি তারা মানবেন? সেই উত্তরটা অবশ্যই সময় দেবে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর