বাংলা হান্ট ডেস্কঃ তার ক্রিকেট কেরিয়ারের শুরু থেকে শেষ অবধি একটু চোখ রাখলেই বোঝা যায় বিতর্কের অপর নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি যে পদেই থাকুন না কেন বিতর্ক তার পিছু ছাড়েনি। ফের একবার বিতর্ক উসকে দিলেন মহারাজ। ঘটনাটি আর কিছুই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন আমন্ত্রণ পেলেও তা রক্ষা করতে গেলেন না দাদা। যদিও এদিন আমন্ত্রণ সত্ত্বেও উপস্থিত ছিলেন না আরো অনেকেই। তাদের মধ্যে রয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বাম নেতা বিমান বসু, প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সহ আরো অনেকেই। কিন্তু স্বাভাবিকভাবেই অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমন্ত্রিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠানে উপস্থিত না থাকা নতুন মাত্রা যোগ করেছে।
কেন এলেন না সৌরভ? সূত্রের খবর অনুযায়ী রাজভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাকে আমন্ত্রণ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র পাঠানোর কথা। কিন্তু সেই আমন্ত্রণ পত্র পৌঁছায়নি সৌরভের কাছে। অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি দাদাকে। আর সেই কারণেই উপস্থিত না থেকে বিতর্ক ফেরালেন সৌরভ। তবে পরে কোনদিন নবান্নে গিয়ে দিদির সঙ্গে দেখা করে আসবেন, একথাও জানিয়ে দিয়েছেন তিনি।
কিছুদিন আগে অবধি গেরুয়া শিবিরে যোগদান নিয়ে সৌরভের পক্ষে জল্পনা ছিল তুঙ্গে। অন্যান্যবারের মতো এবার সম্ভাবনা সরাসরি উড়িয়ে দেননি দাদা। আর সেই কারণেই তৈরি হয় যথেষ্ট উত্তেজনা। কিন্তু মাঝপথে হঠাৎই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। হৃদযন্ত্রের স্টেন্ট বসানোর পর শেষ পর্যন্ত আরোগ্য লাভ করেন তিনি। এরপর থেকে অবশ্য আর রাজনীতিতে যোগদানের সম্ভাবনার কথা সামনে আসেনি তেমনভাবে। অনেকেই মনে করছেন সুন্দর টাইমিঙে যেভাবে বল মাঠের বাইরে পাঠাতেন মহারাজ, এবারও সেই টাইমিঙই ধরে রাখলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থাকার ক্ষেত্রে অবশ্য অন্য কোন সমীকরণ কাজ করছে কিনা, তা নিশ্চয়ই চিন্তা বাড়াবে রাজনৈতিক মহলের।