ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকা নিয়ে প্রথমবার মুখ খুললেন মহারাজ

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্রিগেডে উপস্থিত থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জুড়ে খবর ছড়িয়ে পড়েছিলে। মহারাজ ব্রিগেডে উপস্থিত থাকছেন কিনা সেটা নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উনি এখন বিশ্রামে আছেন। তবে ওয়ার্ম আপের জন্য নেট প্র্যাকটিসে এলেও আসতে পারেন।” শমীকবাবুর এই মন্তব্য়ের পর ব্রিগেডে সৌরভের উপস্থিতি নিয়ে জল্পনা বাড়ে।

1 shamik

এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে একের পর এক ফোন আসা শুরু হয়ে যায়। সৌরভ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় রীতিমত অবাক হয়ে পড়েন। এরপর সৌরভের পরিবার ব্রিগেডে মহারাজের উপস্থিতি নিয়ে মুখ খোলে। তাঁদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না। আর ব্রিগেডেও যাচ্ছেন না।

স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেন যে, তিনি রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে ইচ্ছুক নন। এর থেকে দূরেই থাকতে চান তিনি। মহারাজ আর মহারাজের পরিবারের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের অন্ত হল। একই সঙ্গে গেরুয়া শিবিরেও হতাশার ছাপ দেখা দিয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগ নিয়ে বিগত কয়েকমাস ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা চলছে। রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে ওনার আচমকা সাক্ষাৎ সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল। এরপর দিল্লীতে একটি অরাজনৈতিক মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে পাশাপাশি দেখা যায়। তবে আচমকাই উনি অসুস্থ হয়ে পড়ায় সেই জল্পনা ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। আর এবার স্বয়ং মহারাজ সেই জল্পনায় ইতি টানলেন।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর