বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Board of Control for Cricket in India) সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) প্রথমবার টি-২০ বিশ্বকাপে ভারতের (India) পার্ফমেন্স নিয়ে মুখ খুললেন। আরব আমিরশাহি আর ওমানে হওয়া আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারত গ্রুপ পর্যায় থেকেই বিদায় জানিয়েছিল। এই বিশ্বকাপে দুরন্ত পার্ফমেন্স করে অস্ট্রেলিয়া খেতাব অর্জন করে। BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলির মতে, বিগত পাঁচ বছরে যেকোনোও ICC ট্রফিতে এটাই ভারতের সবথেকে খারাপ পার্ফমেন্স ছিল।
সৌরভ গাঙ্গুলি ভারতীয় টিমের তুলনা ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে করেন। সেখানে ফাইনালে পাকিস্তানের সঙ্গে একতরফা ম্যাচে হেরে গিয়েছিল ভারত। এছাড়াও ২০১৯-র বিশ্বকাপে সেমিফাইনালে গিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের সম্মুখীন হতে হয়েছিল ভারতকে। মিডিয়ার সঙ্গে কথা বলার সমর সৌরভ গাঙ্গুলি টি-২০ বিশ্বকাপে ভারতের পার্ফমেন্স যে সবাইকে হতাশ করেছে, তা স্বীকার করে নেন।
সৌরভ গাঙ্গুলি বলেন, সততার সঙ্গে বলছি যে, ২০১৭ পর্যন্ত ভারত ঠিক ছিল, যখন পাকিস্তান টিম ইন্ডিয়াকে ওভালে হারিয়েছিল, তখন আমি ধারাভাষ্যকর ছিলাম। এরপর ২০১৯-র বিশ্বকাপে আমরা ভালো খেলে সবাইকে হারিয়ে দিই, কিন্তু সেমিফাইনালে গিয়ে নিউজিল্যান্ডের কাছে হেরে যাই। সৌরভ আরও বলেন, ‘টিম ইন্ডিয়া যেভাবে এবারের বিশ্বকাপে খেলেছে, তা দেখে আমি হতাশ। আমার হিসেবে বিগত চার-পাঁচ বছরে টিম ইন্ডিয়ার সবথেকে খারাপ পার্ফমেন্স এটাই।
বলে দিই, টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয় ভারতকে। প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে যায় ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একই পরিস্থিতি হয় টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত করে ফেলে ভারত। যদিও, পরের তিন ম্যাচে ব্যাটিং, বোলিং দুই দিক থেকেই ব্যাপক পার্ফমেন্স দেখিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। আর এবার সেই নিয়েই মুখ খুললেন BCCI সভাপতি।