ধোনির মতোই সৌরভেরও আছে বাইকের শখ! সবচেয়ে দামি মডেলের দাম চমকে দেবে আপনাকেও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই ক্রিকেট খেলার পাশাপাশি অন্যান্য নানান রকম শখ রেখে থাকেন। তার মধ্যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির শখ ছিল বাইকের। তার ব্যক্তিগত সংগ্রহে একাধিক দুর্মূল্য এবং দুষ্প্রাপ‍্য বাইক রয়েছে। তবে তিনি এমন একমাত্র ক্রিকেটার নন যার বাইক নিয়ে উৎসাহ রয়েছে।

অনেকেই হয়তো জানেন না যে সৌরভ গঙ্গোপাধ্যায়ও বাইক সম্পর্কে অত্যন্ত আগ্রহী। যদিও তার মূল পছন্দ হলো বিভিন্ন রকমের গাড়ি এবং তার বাড়িতে গাড়ির কালেকশন দেখার মতন। কিন্তু তার পাশাপাশি মহারাজ বাইক ও অত্যন্ত পছন্দ করেন। আজ আমরা জানবো তার সঙ্গে থাকার সবচেয়ে মূল্যবান বাইকটি সম্পর্কে।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি একটি নতুন BMW G 310 GS কিনেছিলেন। TVS ও BMW-র যৌথ উদ্যোগে এই মোটরসাইকেল তৈরি করা হয়েছে।  এটি একটি ৩১৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের চারপাশে নির্মিত লম্বা স্ট্যান্স সহ একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইক। কোম্পানি দাবি করেছে এটি ৩৪ bhp ইঞ্জিন সম্পন্ন থেকে এবং এর সর্বোচ্চ গতি ১৪৩ কিমি/ঘন্টা।

যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোনওদিনই সেই বাইকটি নিয়ে রাস্তায় চালাতে দেখা যায়নি এবং তার খুব স্পষ্ট কারণও রয়েছে। তিনি সাধারণত গাড়ি করে যাতায়াত করতেই বেশি স্বাচ্ছন্দ‍্য বোধ করেন। আর সেই সময় তিনি সদ্য বিসিসিআই সভাপতি এর দায়িত্ব পেয়েছিলেন এবং কলকাতায় খুব বেশি সময় কাটানোর সুযোগ পেতেন না।

বর্তমানে তিনি পা দিয়েছেন ৫১ বছরে বয়সে। তার জন্মদিন উপলক্ষে তিনি একটি এডুকেশনাল অ্যাপ লঞ্চ করেছেন। তার এই নতুন উদ্যোগটি সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। প্লে স্টোর থেকে সহজেই এই অ্যাপ ডাউনলোড করা সম্ভব।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর