অস্ট্রেলিয়া থেকে ফিরেই ইংল্যান্ডের সঙ্গে হোম সিরিজ, তারপরই আইপিএল; জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি

বাংলাহান্ট ডেস্কঃ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিলেন ভারতীয় দলের আগামী কর্মসূচী। এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে নতুন বছরের গোড়ার দিকে দেশের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে হোম সিরিজ খেলতে হবে বিরাট কোহলিদের। আর তারপরই এপ্রিল মাসে রয়েছে আইপিএল।

ইতিমধ্যে সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, বিসিসিআই তাদের ফিউচার ট্যুরস প্রোগ্রাম মেনেই চলবে, তাদের ফিউচার ট্যুরস প্রোগ্রামে কোন প্রকার পরিবর্তন আনতে চাইছে না বিসিসিআই। আর সেই অনুযায়ী, এই বছর অস্ট্রেলিয়া সফরের পরে আগামী বছরের শুরুতেই ভারতীয় দলের থাকছে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ।

263333469f54eccdffac75e7c2ae13590e8e4103dc3a375b621f177fd7b9503c7c8a6f677

ভারতীয় সিনিয়র ক্রিকেট দল এই বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। আর তারপর আগামী বছরের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ রয়েছে ভারতের। তার কয়েকদিন পরেই অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু হবে আইপিএল। এছাড়াও আগামী বছরই ভারতের মাটিতে রয়েছে টি 20 বিশ্বকাপ।


Udayan Biswas

সম্পর্কিত খবর