T20 বিশ্বকাপে কিভাবে মিলবে সাফল্য? এবার ভারতীয় দলের জন্য গুরুমন্ত্র দিলেন স্বয়ং মহারাজ

বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর পরেই শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। আর ক্রিকেটের এই মহাযুদ্ধকে সামনে রেখেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য যে, T20 বিশ্বকাপ আগামী ১ জুন থেকে শুরু হবে। তবে, এবার BCCI-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) জানালেন T20 বিশ্বকাপে ভারতীয় দলকে ঠিক কিভাবে খেলতে হবে!

এই প্রসঙ্গে মহারাজ স্পষ্ট জানিয়েছেন যে, ভারতীয় দলকে ২০২৪-এর T20 বিশ্বকাপে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। এর পাশাপাশি, তিনি কোহলির প্রশংসা করে জানিয়েছেন যে, বিরাট কোহলি মাত্র ৪০ বলে সেঞ্চুরি করতে সক্ষম। উল্লেখ্য যে, চলতি মরশুমের IPL-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৭ বলে সেঞ্চুরি করে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয় কোহলিকে। কারণ, এটি IPL-এর ইতিহাসে সবচেয়ে মন্থর সেঞ্চুরি হিসেবে বিবেচিত হচ্ছে।

WhatsApp Image 2024 04 22 at 8.48.29 PM

একটি মিডিয়া ইভেন্টে আলোচনা করার সময়ে সৌরভ গাঙ্গুলি জানান, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতকে নির্ভয়ে খেলতে হবে। এখানে বয়সের কোনো নিয়ম নেই যে শুধুমাত্র তরুণরা T20 খেলতে পারবে। জেমস অ্যান্ডারসন এখনও টেস্ট ক্রিকেটে রয়েছেন। ক্রিকেট খেলছেন এবং একটি ম্যাচে ৩০ ওভার বোলিং করেন। এমএস ধোনিও এখনও ছয় মারাতে সক্ষম। এই দুই খেলোয়াড়ের বয়স ৪০ পেরিয়ে গেছে। ছয় মারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি ৪০ বলে সেঞ্চুরি করতে পারে। তবে, এগুলি T20-তে নির্ভীক ক্রিকেট খেলার ওপর নির্ভর করে।”

আরও পড়ুন: স্টার্ক একা নন, এই পাঁচ প্লেয়ারও কয়েক কোটি নিয়ে ডুবিয়েছে দলকে! রইল তালিকা

সৌরভ গাঙ্গুলি আরও বলেছেন যে ভারতীয় খেলোয়াড়দের কেবল মাঠে আক্রমণাত্মক ক্রিকেট খেলায় মনোনিবেশ করতে হবে। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়াদের মতো খেলোয়াড়রা অত্যন্ত প্রতিভাবান এবং তাঁদের ছয় মারার ক্ষমতা অবিশ্বাস্য।

আরও পড়ুন: এখনও এই অঙ্কে প্লে-অফে যেতে পারবে RCB! সমস্ত সমীকরণ বিগড়ে দিতে পারে কোহলিরা

গাঙ্গুলির মতে, সবথেকে সেরা দলটি হবে সেই দলটি যেখানে তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের একটি ভাল মিশ্রণ থাকবে। উল্লেখ্য যে, ভালোভাবে দেখলে বোঝা যাবে IPL ২০২৪-এ CSK এবং KKR-এর দল এদিক থেকে খুব ভালো উদাহরণ। কারণ ব্যাটিং থেকে শুরু করে বোলিং পর্যন্ত তাদের খেলোয়াড়দের একটি ভালো মিশ্রণ রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর