বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কিছুদিন পর যখন লন্ডন থেকে দেশে ফিরবেন তখন ত্রিপুরার (Tripura) ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজ করবেন। কিছুদিন আগে তিনি আইপিএল (Indian Premier League) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে ছিলেন। তবে তার অভিভাবকত্বে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল দলটি। পরের বছর ওই দলে তার ভবিষ্যৎ কি সেটা এখনো নির্ধারিত হয়নি। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) আগে একটি নতুন কাজ পেয়ে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
জানা গিয়েছে যে ফের একবার ধারাভাষ্যকার অবতারে ফিরতে চলেছেন বাংলার মহারাজ। শেষবার তাকে ধারাভাষ্যের কাজ করতে দেখা গিয়েছিল ২০১৯ ওডিআই বিশ্বকাপে। তারপর বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পরে ওই অধ্যায়ে ইতি টানতে একপ্রকার বাধ্যই হয়েছিলেন তিনি।
আর মাত্র পাঁচ দিন পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। জানা যাচ্ছে যে সেই সময় ফের একবার ধারাভাষ্যকারের মাইক্রোফোন হাতে তুলে নেবেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রতিটা পদক্ষেপকে নিয়ে কাটাছেঁড়া করবেন তিনি।
ধারাভাষ্যকারদের নির্বাচিত প্যানেলে রয়েছেন রবি শাস্ত্রীও। তার এবং সৌরভের সম্পর্ক যে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সম্পর্কের মতো নয় এটা সকলেই জানেন। তারপরেও কি দুজনকে পাশাপাশি বসে এই কাজ কাঁধে কাঁধ মিলিয়ে করতে দেখা যাবে? সেই নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠছে।
তবে তেমনটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ সম্প্রচারকারী চ্যানেলের ইংরাজি ধারাভাষ্যকারদের প্যানেলের রয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। আর সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন হিন্দি প্যানেলের লিস্টে। তার সঙ্গে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকছেন শ্রীশান্ত, হরভজন সিং, দীপ দাশগুপ্তের মতো প্রাক্তন ক্রিকেটাররা।