বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কোনও পুরস্কার পাওয়াটা বা এই ধরণের ব্যক্তিগত অর্জন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে আর নতুন কিছু নয়। জীবনে বহু পুরস্কার পেয়েছেন। বহু এমন সম্মান পেয়েছেন জীবনে যা জোটেনি অন্য কোনও বাঙালির কপালে। কাজেই এইসব ব্যাপার নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়াটা তার কাছে আর নতুন কিছু নয়। কিন্তু এবার একটি বিশেষ পুরস্কার পেয়ে আবেগে ভাসলেন সৌরভ।
তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তন ছাত্র। সেই সূত্রেই তাকে এবার দেওয়া হল “গ্লোবাল জেভেরিয়ান অ্যাওয়ার্ড”। আর সেই পুরস্কার নিতে পৌঁছেই নস্ট্যালজিয়া ছুঁয়ে ফেললো প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতিকে। এটি যে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ একটি মুহূর্ত সেটা তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বোঝা গিয়েছে।
Received many .. but this is a very touching and happy one .. pic.twitter.com/L0dfEytPmQ
— Sourav Ganguly (@SGanguly99) August 24, 2023
সৌরভের কাছে ২৪ শে আগস্ট তারিখটা বিশেষ স্মরণীয় হয়ে রইল। সেটা অবশ্য শুধুমাত্র নিজের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া বিশেষ সম্মানের কারণে নয়। আসন্ন ওডিআই বিশ্বকাপ আয়োজন এর জন্য সিএবি কর্তৃপক্ষ বা বলা ভালো তার দাদা স্নেহাশিস গাঙ্গুলী তাকে একটি বিশেষ দায়িত্ব দিলেন।
আরও পড়ুন: জীবনের সেরা সম্মান জুটলো সৌরভের কপালে! এমন সম্মান আগে খুব কমই পেয়েছেন মহারাজ
আজ সিএবি ১২ জন সদস্য বিশিষ্ট বোর্ড সদস্যদের একটি বিশেষ কমিটির কথা ঘোষণা করেছে। এই দলে খুব স্বাভাবিকভাবেই রয়েছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের জন্য সঠিকভাবে ইডেন সেজে উঠছে কিনা সেই বিষয়টি দেখবে কমিটি। ইতিমধ্যেই সৌরভ একবার পরিদর্শন করে গিয়েছেন ক্রিকেটের নন্দনকাননের সেজে ওঠার প্রস্তুতি।
সৌরভ সম্প্রতি ইডেন গার্ডেন্সের প্রস্তুতি সম্পর্কে বলেছেন, ‘ইডেন গার্ডেন্সের কাজ যথেষ্ট মসৃণ গতিতেই এগোচ্ছে। সঠিক সময়ের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে।’ প্রাক্তন বিসিসিআই সভাপতি ছাড়াও এই কমিটিতে রয়েছেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। দুজনে মিলে সঠিকভাবে তদারকি করে বিশ্বকাপের আগে কাজ সম্পন্ন করে ফেলবেন এমনটাই বিশ্বাস ক্রিকেট ভক্তদের।