বাংলা হান্ট ডেস্কঃ আজ সকাল সকাল হাসপাতাল থেকে ছুটি পেয়ে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আজই ফিরছেন বাড়িতে। আজ একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে পারেন তিনি, তবে সেটা নির্ভর করবে ওনার শারীরিক পরিস্থিতিত উপর। গত বৃহস্পতিবার ডাক্তার দেবী শেঠীর তত্বাবধানে অ্যাঞ্জিওপ্লাস্টি করে সৌরভের বুকে বসানো হয়েছে আরও দুটি স্টেন্ট।
অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানোর প্রক্রিয়া খুবই সফল ভাবে হয়েছে। মহারাজের দেহের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গই সঠিক ভাবে কাজ করছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পরামর্শে গতকাল থেকে নিজের কেবিনে হাঁটাচলা শুরু করেছিলেন মহারাজ।
উল্লেখ্য, নতুন বছরের দ্বিতীয় দিনে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। ওনার হার্টে সেই সময় তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছিল। এরপর ওনার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছিল। শারীরিক সমস্যা কাটিয়ে ৭ জানুয়ারি বাড়ি ফিরেছিলেন মহারাজ।
এরপর আবারও ২০ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন মহারাজ। ডঃ আফতাব খানের তত্বাবধানে চলে ওনার চিকিৎসা। এরপর দেবী শেঠীর তত্বাবধানে বৃহস্পতিবার ওনার হৃদযন্ত্রে দু’দুটি স্টেন্ট বসানো হয়। এখন ভালো আছেন তিনি। আজই হাসপাতাল থেকে ছুটি পেয়ে নিজের পছন্দের BMW গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মহারাজ।