ধোনি, প্যাট কমিন্সকে বাদ দিয়েই নিজের পছন্দের আইপিএলের সেরা একাদশ জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি।

গত 19 শে ডিসেম্বর কলকাতায় বসেছিল 2020 আইপিএল নিলাম। সেই আইপিএল নিলামে প্রত্যেকটি দলই নিজেদের গুছিয়ে নিয়েছে। ভালো ভালো ক্রিকেটারদের তুলে নিয়ে প্রত্যেক দলই নিজেদের দলকে শক্তিশালী করে ফেলেছে। নিলামে এবারের আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার হয়েছেন অজি পেসার প্যাট কমিন্স। 15 কোটি 50 লক্ষ টাকা দিয়ে প্যাট কমিন্সকে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর তারপরে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি একটি ক্রিকেট ফ্যান্টাসি লীগের অনুষ্ঠানে গিয়ে জানিয়ে দিলেন আইপিএলে দাদার পছন্দের সেরা একাদশ।

তবে সৌরভ গাঙ্গুলীর সেরা একাদশে জায়গা পেলেন না এবার আইপিএলে সবথেকে দামি বিদেশি ক্রিকেটার প্যাট কমিন্স। দলের ব্যালেন্স ঠিক রাখার জন্য কমিন্সকে বাদ দিয়েই দল তৈরি করলেন সৌরভ গাঙ্গুলী। প্যাট কামিন্স কে নিজের দলে না নিলেও সৌরভ গাঙ্গুলী মনে করেন যে কলকাতা নাইট রাইডার্স এর ঘরের মাঠ অর্থাৎ ইডেন গার্ডেন্সে প্যাট কমিন্সের মত একজন বোলারের খুবই দরকার। কারণ ইডেনের পেস এবং বাউন্স পিচে কমিন্স বেশ সুবিধা পাবেন বলেই মনে করেন সৌরভ গাঙ্গুলী।

18289054387e4de5f311628d37b6f132599eec302

সৌরভ গাঙ্গুলির আইপিএল একাদশ:-
এমএস ধোনি, জোস বাটলারের মত মতো অভিজ্ঞ উইকেট কিপারদের নিজের দলে রাখলেও প্রথম একাদশে সৌরভ গাঙ্গুলীর প্রথম পছন্দ ঋষভ পন্থ। এছাড়াও ওপেনিংয়ে দাদা চান মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা এবং হায়দ্রাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নারকে, তিন নম্বরে ভারত অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও আরো দুজন ব্যাটসম্যান হলেন কলকাতা নাইট রাইডার্সের শুভমান গিল এবং রাজস্থানের রিয়ান পরাগ। এছাড়াও অলরাউন্ডার হিসাবে দাদা নিজের দলে রাখতে রেখেছেন আন্দ্রে রাসেল, মার্কোস স্টাইনিস এবং রবীন্দ্র জাদেজাকে। দাদার দলে দুই ফাস্ট বোলার হলেন জাসপ্রিত বুমরাহ ও জোফ্রা আর্চার।

Udayan Biswas

সম্পর্কিত খবর