একসঙ্গে বাইরে গেলে ডোনার মেকআপ ব‍্যাগ বইতে হয় সৌরভকে! গোপন কথা ফাঁস ‘দাদাগিরি’তে

বাংলাহান্ট ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ‍্যায় (Sourav Ganguly) এখন শুধুই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বা বিসিসিআই সভাপতি নন। অনেক বছর আগেই তাঁর নামের সঙ্গে জুড়েছে ‘দাদাগিরি’র (Dadagiri) সঞ্চালকের তকমা। শুধু ক্রিকেটের বাইশ গজে নয়, সৌরভ যে ক‍্যামেরার সামনেও ছক্কা হাঁকাতে পারেন তা গত কয়েক বছর ধরে চাক্ষুষ করছেন দর্শকরা।

প্রতিযোগীদের সঙ্গে দিব‍্যি মিশে যেতে পারেন সৌরভ। শুধু তো বিভিন্ন জেলা থেকে অডিশনে নির্বাচিত প্রতিযোগীরাই নয়, জেলাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন‍্য তারকারাও এসে খেলে যান দাদার সঙ্গে। এমনি একটি পুরনো পর্বে এসেছিলেন সুরকার জয় সরকার। সেখানেই সৌরভের সঙ্গে জড়িত একটি স্মৃতি শেয়ার করেছিলেন তিনি।

dona sourav
দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে ১৯৯৯ সালে পৌঁছে গিয়েছিলেন জয় সুরকার। বঙ্গ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময়ে তিনি আর স্ত্রী লোপামুদ্রা মিত্র যে বিমানে ছিলেন সেই একই বিমানে ছিলেন সৌরভ আর ডোনা গঙ্গোপাধ‍্যায়ও (Dona Ganguly)। সে সময়েই জয় লক্ষ‍্য করেছিলেন, কলকাতা থেকে সিঙ্গাপুর পর্যন্ত আবার সেখান থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত ডোনার মেকআপ ব‍্যাগ ছিল সৌরভের হাতে।

খুব যত্ন করে নাকি ব‍্যাগটি বহন করছিলেন দাদা। জয়ের কথা শুনে মাথায় হাত সৌরভের। তাঁর এত কাজের মধ‍্যে কিনা এইটাই মনে করে রেখে দিলেন জয়! সঙ্গে সঙ্গে সুরকারের বক্তব‍্য, এই প্রথম কোনো বরকে তিনি দেখলেন যে বৌয়ের ব‍্যাগ বইতেও রাজি।

দাদাগিরিতে প্রতিটি সিজনে প্রায়ই উঠে আসে ডোনার প্রসঙ্গ। প্রতিযোগীদের প্রশ্নের উত্তরে ম‍্যাডামের সম্পর্কে মজার মজার ঘটনাও শেয়ার করেন সৌরভ। সদ‍্য শেষ হওয়া সিজনের গ্র‍্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন ডোনা। সৌরভের সঙ্গে নাচতেও দেখা গিয়েছিল তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর