বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) যত এগিয়ে আসছে তত বিশ্বকাপকে কেন্দ্র করে মজার মজার পরিসংখ্যান সকলের সামনে আনার চেষ্টা করছি আমরা। ঠিক তিন মাস পরে ভারতের মাটিতে আরম্ভ হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। ভারত ইতিপূর্বে এই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে তিনবার। সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) নেতৃত্ব থাকা দলটি বাদে বাকি দুই ক্ষেত্রে কপিল দেব (Kapil Dev) ও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল (Indian Cricket Team) দুবার ওডিআই বিশ্বকাপের খেতাব ঘরে তুলেছে।
কিন্তু আজ আমরা সেই ফাইনাল জিততে ব্যর্থ অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সম্পর্কে একটি এমন তথ্য আপনাদের সামনে প্রকাশ করব যা আপনাদের অবাক করে রেখে দেবে। সৌরভ গাঙ্গুলি হলেন সেই ভারতীয় অধিনায়ক যিনি নিজের অধিনায়ক হিসেবে খেলা সমস্ত আইসিসি ওডিআই ফরম্যাটের টুর্নামেন্টের নকআউট পর্যায়ে মিলিয়ে যা রান করেছেন তা ভারতের ইতিহাসের বাকি সমস্ত অধিনায়কদের মিলিত আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায়ের থেকেও উন্নত।
আইসিসির ওডিআই টুর্নামেন্টেগুলির নকআউট পর্যায়ে সৌরভের রেকর্ড:
ইনিংস: ৬
রানসংখ্যা: ৪৩০
গড়: ১০৭.৫
শতরান: ৩
ম্যাচের সেরা: ২
আইসিসি ওডিআই টুর্নামেন্টগুলির নকআউট পর্যায়ে বাকি ভারতীয় অধিনায়কদের (মহেন্দ্র সিংহ ধোনি, কপিল দেব, বিরাট কোহলি, মহম্মদ আজহারউদ্দিন, সচিন টেন্ডুলকার) সম্মিলিত রেকর্ড:
ইনিংস: ১৬
রানসংখ্যা: ৩৭০
গড়: ২৮.৫
শতরান: ০
ম্যাচের সেরা: ১