ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় এবং নির্ণায়ক ওয়ানডে ম্যাচে 316 রান তাড়া করতে নেমে সুন্দর ভাবে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। এই ম্যাচ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই ম্যাচে গুরুত্বপূর্ণ 31 বলে 39 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতের জয়ের পেছনে এই ইনিংস খুবই কার্যকরী ভূমিকা গ্রহণ করে।
জাদেজার এই ইনিংসের সুবাদে 8 বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতে নিয়েছে ভারত। এর ফলে সিরিজে জয় লাভ করেছে ভারতীয় দল। আর তারপরেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী টুইট করে জানিয়েছেন যে আরও একটা সুন্দর জয় ভারতের, অভিনন্দন ভারতীয় দল। সেই সাথে তিনি জানিয়েছেন ব্যাটিংয়ে রবীন্দ্র জাদেজার উন্নতি দেখে খুবই ভালো লাগছে।
জাদেজা এবং শার্দুল ঠাকুরের শেষের দিকে পার্টনারশিপ ভারতকে জেতালেও। এই ম্যাচ জয়ের পেছনে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে বিরাট কোহলির 81 বলে 85 রানের দুর্দান্ত ইনিংস। আর তারপরে কিংবদন্তি শচীন টেন্ডুলকার টুইট করে জানিয়েছেন জন্য “ওয়ানডে সিরিজ জয়ের জন্য অভিনন্দন, দল হিসাবে ভারত খুব সুন্দর পারফরম্যান্স করেছে, ভারত এই ম্যাচ দলগত ভাবে জিতেছে।”
এছাড়া অন্যান্য বেশ কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভারতীয় দলের এই সিরিজ জয় কে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন, সকলেই ভারতের ব্যাটিং এর প্রশংসা করেছেন।