এখনই নিভছে না আশার আলো, সৌরভ গাঙ্গুলির জন্য সুসংবাদ এল BCCI-র তরফে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছুদিন যাবৎ তিনি বারংবার উঠে এসেছেন খবরে শিরোনামে। তবে, ক্রিকেট মহলকে কার্যত চমকে দিয়ে গত শনিবার এক বিরাট সিদ্ধান্তের কথা সামনে আনেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ওইদিন তিনি জানান যে, এবার CAB (Cricket Association of Bengal)-র সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন মহারাজ। এদিকে, BCCI-এর পর সরাসরি রাজ্য ক্রিকেট সংস্থায় সৌরভের এই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে।

তবে, এই আবহেই সামনে এসেছে আরও একটি তথ্য। শোনা যাচ্ছে, BCCI-এই পর এবার ICC-র চেয়ারম্যান হওয়ার দৌড়েও সামিল রয়েছেন সৌরভ। এমনকি, ভারতীয় বোর্ডের তরফে এক্কেবারে শেষ মুহূর্তে ICC-তে প্রার্থীও হতে পারেন তিনি। এদিকে, বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৮ অক্টোবর। পাশাপাশি, ওইদিনই সরকারিভাবে সংশ্লিষ্ট বোর্ডে মেয়াদ শেষ হবে সৌরভের।

এদিকে, ICC-র নির্বাচনে ভারতীয় বোর্ডের তরফে কাউকে প্রার্থী করা হবে কি না বা সেই প্রার্থী কে হবেন তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে ওইদিন। এমতাবস্থায়, মনে করা হচ্ছে, ICC চেয়ারম্যান হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে, আগামী ২০ অক্টোবর ICC নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়ার শেষ দিন। পাশাপাশি, CAB-র মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে শেষ দিন হল ২২ অক্টোবর।

এমতাবস্থায়, বোর্ডের বার্ষিক সাধারণ সভায় BCCI-এর তরফে প্রার্থী হিসেবে সৌরভের নাম নিশ্চিত হলেই তিনি ICC-তে মনোনয়ন দিতে পারবেন। অর্থাৎ, রবিবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত সময়টা মহারাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে সৌরভ CAB সভাপতি হওয়ার দৌড়ে সামিল হবেন না কি ICC-কে “পাখির চোখ” করবেন তা স্পষ্ট হয়ে যাবে।

তবে, সামগ্রিকভাবে পুরো বিষয়টি নির্ভর করছে BCCI-এর উপর। পাশাপাশি, BCCI আদৌ ICC নির্বাচনে প্রার্থী দেবে কি না সেই বিষয়টিও জয় শাহদের উপর রয়েছে। এদিকে, ইতিমধ্যেই জানা গিয়েছে যে, ICC-তে প্রার্থী হওয়ার দৌড়ে সামিল রয়েছেন অনুরাগ ঠাকুরের মতো হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী। যদিও, প্রার্থী দেওয়ার বিষয়টি স্পষ্ট হলে সৌরভের পাল্লা কিছুটা ভারী থাকবে বলেই মনে করা হচ্ছে। এমতাবস্থায়, পুরো বিষয়টি আর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X