এশিয়া কাপেই শতরান করবেন কোহলি, বিশ্বাস রাখছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে রয়েছে আর মাত্র ১১ দিন। তারপরেই সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে শুরু হবে এশিয়া কাপের লড়াই। এই টুর্ণামেন্টে ভারতের রেকর্ড যথেষ্ট ভালো। কোনও সন্দেহ নেই যে এই মুহূর্তে এশিয়ার সেরা ক্রিকেট খেলিয়ে দেশ হলো ভারত। তবে শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে সেই বিষয়টি প্রমাণ না করে এশিয়া কাপ থেকেই বিষয়টি সবার সামনে প্রমাণ করতে চান রোহিত শর্মা ছেলেরা। আর এর জন্য প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ফর্মে থাকা খুব প্রয়োজনীয়।

গত এক বছরের মধ্যে তিনটি ফরম্যাটেই অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট। দীর্ঘদিন ধরে তিনি শতরানের মুখ দেখেননি। মনে করা হয়েছিল যে অধিনায়কত্ব ছেড়ে দিলে হয়তো বিরাটকে নিজের পুরনো ছন্দে দেখা যাবে। কিন্তু তেমনটা তো হয়নি উল্টে বিরাটের ফর্ম উত্তরোত্তর খারাপের থেকে খারাপতর হয়ে চলেছে। তার ওপর অতিরিক্ত বিশ্রাম নিয়ে তিনি প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্বকাপের বিরক্তির কারণ হচ্ছেন। তবে এই সব কিছুর মধ্য এশিয়া কাপ এবং হাইভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলির পাশেই দাঁড়ালেন।

sourav virat 123

কোহলির বিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ গাঙ্গুলী জবাব দিয়েছেন, “ওকে অনুশীলন করতে দিন, আবার মাঠে নামতে দিন, ও একজন উঁচু মানের প্লেয়ার যে জানে রান কিভাবে করতে হয়। শতরান পাচ্ছে না বলে ব্যাপারটা কি এত বড় করে দেখার কিছু নেই। খারাপ সময় সকলেরই চায় কিন্তু আমি মনে করি এই এশিয়া কাপেই আবার নিজের ছন্দ ফিরে পাবে বিরাট।’

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে বিরাট কোহলি একেবারেই ভালো ফর্মে ছিলেন না। সব ফরম্যাটে মোট ৬ ইনিংস মিলিয়ে তিনি ৭৬ রান করেছিলেন। টেস্ট র‍্যাঙ্কিংয়ে আর প্রথম দশে নেই তিনি। ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে প্রথম তিন ব্যাটারের তালিকা থেকে ছিটকে গিয়েছেন তিনি। টেস্ট এবং টি-টোয়েন্টিতেও শীর্ষস্থানের ধারেকাছে নেই তিনি। এশিয়া কাপে তাকে পুরোনো ছন্দে দেখার আশায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর