বাংলা হান্ট নিউজ ডেস্ক: একজন গড়াপেটা কেলেঙ্কারি বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটকে কালো অন্ধকার ভবিষ্যতের হাত থেকে উদ্ধার করে নতুন আলোর দিশা দেখিয়েছিলেন। বিদেশের মাটিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন ভারতীয় দলকে (Team India)। অপরজন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্বে এমন কোনও ট্রফি ছিল না যা ভারতীয় দল জিততে পারেনি। হ্যাঁ, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) যখন একই ফ্রেমে বন্দি হন, তখন ভক্তরা তা দেখে আপ্লুত হবেন এতে আর আশ্চর্যের কি?
আজই মুম্বাইতে এক ফ্রেমে দেখা গেছে ভারতের দুই কিংবদন্তি অধিনায়ককে। সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি নিজের বায়োপিকের গল্প সংক্রান্ত বিষয়ে ছবি নির্মাতাদের সঙ্গে আলোচনার জন্য বারবার মুম্বাই যাচ্ছেন এমনটা শোনা গিয়েছে। সেখানেই আজমকা ধোনির সঙ্গে সাক্ষাৎ হওয়া অনেকের মনে প্রশ্ন জাগে যে তবে কি দাদার বায়োপিকে ধোনির কোনও ক্যামিও দেখা যাবে।
তবে আসল ব্যাপারটা তেমন নয়। আসলে দুজনেই মুম্বাইয়ের ফিল্ম সিটি স্টুডিওতে গিয়েছিলেন নিজ নিজ ব্যান্ডের বিজ্ঞাপনের শ্যুটিং সাড়তে। সেখানেই অপ্রত্যাশিত হবে দেখা হয়ে যায় দুজনের। তাই দুজনেই একে অপরের দিকে এগিয়ে আসেন এবং সৌজন্য বিনিময় করেন। দুজনকে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে একান্তে আলোচনা করতে দেখা যায়।
আসন্ন আইপিএলটি সম্ভবত মহেন্দ্র সিংহ ধোনির জীবনের শেষ আইপিএল হতে চলেছে একজন ক্রিকেটার হিসেবে। শেষবার চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন ক্যাপ্টেন কুল। গতবছর তার দল খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে নিজের শেষ আইপিএলটা স্মরণীয় করে রাখতে চাইবেন মাহি। এই উদ্দেশ্যে তিনি অনুশীলনে শুরু করে দিয়েছেন যার কিছু ভিডিও প্রকাশ্যে আসতেও শুরু করেছে।
ওর দিকে সৌরভ গঙ্গোপাধ্যায় আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে থাকবেন। গত অক্টোবরে বিসিসিআই সভাপতির পদ হারানোর পর আসন্ন আইপিএলে ওই বিশেষ ফ্র্যাঞ্চাইজির ‘ডিরেক্টর অফ ক্রিকেটের’ দায়িত্ব পালন করছেন দাদা। আইপিএলে একটা বিশেষ সময় এসে দুজনে মুখোমুখি হবেন ভিন্ন ভিন্ন দায়িত্ব থেকে। তার আগে দুজনের এই সৌজন্য সাক্ষাৎ মন কেড়েছে ভক্তদের।