বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) আজও অনেকেই ভারতের ক্রিকেটের (Indian Cricket) ইতিহাসের সেরা অধিনায়ক হিসেবে গণ্য করেন। তিনি ভারতীয় দলকে (Team India) সরাসরি কোনও আইসিসি ট্রফি এবং বিশ্বকাপ জেতাতে না পারলেও গড়াপেটা কেলেঙ্কারি বিধ্বস্ত ভারতকে সামলে তিনি সঠিক দিশা দেখিয়েছিলেন। তাই ক্রিকেটের কোনও ব্যাপারে তার মতামতকে আজও অন্য অনেকের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
সম্প্রতি আইপিএলের ১৫ বছর পূর্তির কারণে একটি বিশেষ সভা আয়োজন করা হয়েছিল। সেখানে সশরীরে না হলেও ভিডিও কলের মাধ্যমে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানে সৌরভের সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে ভারতীয় দলের ভবিষ্যতের তারকা হয়ে ওঠার পথে কোন তরুণ ক্রিকেটাররা সবচেয়ে এগিয়ে রয়েছেন। সৌরভ প্রথমেই সূর্যকুমার যাদবের নাম নিয়েছেন এবং বলেছেন যে তাকে যদিও আর তরুণ ক্রিকেটার হিসেবে দেখা উচিত না তাও তিনি ভবিষ্যতে ভারতীয় দলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে সৌরভ মনে করেন।
The countdown to the Indian Premier League is on, and #SouravGanguly has revealed his favourite young guns who will make the #TataIPL bigger and better!
Who makes it to your list this year? #IncredibleAwards #IPLonStar pic.twitter.com/k786PYRGwc
— Star Sports (@StarSportsIndia) February 24, 2023
বাকি যে চারজন ক্রিকেটারের নাম তিনি নিয়েছেন সেগুলি একে একে তুলে ধরা হলো:
পৃথ্বী শ: সৌরভ প্রথমেই মুম্বাইয়ের এই তরুণ ও আগ্রাসী ওপেনারের নাম নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছিলেন কিন্তু মাঠে নামার সুযোগ হয়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে প্রত্যেকটি ফরমেটে যেভাবে তিনি রান করে যাচ্ছেন ধারাবাহিকভাবে তাতে শীঘ্রই হয়তো তার সামনে সুযোগ চলে আসবে ফের নতুন করে ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করার।
রিশভ পন্থ: ইতিমধ্যেই ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এই তারকা। যদিও বর্তমানে দুর্ভাগ্যজনকভাবে গাড়ি দুর্ঘটনার কারণে ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন অনির্দিষ্টকালের জন্য। সৌরভ মনে করেন যে ভবিষ্যতে গোটা ক্রিকেট বিশ্ব রিশভের গুণের কথা আলোচনা এবং যথাযথ কদর করবে।
রুতুরাজ গায়কোয়াড: ইনি ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ছন্দ প্রদর্শন করেন কিন্তু যে খবর ভারতীয় দলের সুযোগ পেয়েছেন সেবার নিজের প্রতিভার যথাযথ প্রমাণ দিতে পারেননি। ক্রিকেটপ্রেমীরা আশা করবেন যে ভবিষ্যতে নিজেকে ভারতীয় দলেও প্রতিষ্ঠিত করতে পারবেন এই তরুণ তারকা। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে রুতুরাজের দিকে তার নজর থাকবে।
উমরান মালিক: এই তালিকায় একমাত্র বলার হিসেবে জম্বু কাশ্মীরের স্পিড স্টারের নাম নিয়েছেন সৌরভ। নিজের গতির কারণে ইতিমধ্যেই গোটা বিশ্বের বিখ্যাত হয়ে গিয়েছেন উমরান। যখনই ভারতীয় দলের হয়ে মাঠে নামছেন, তখনই তিনি উন্নতি করছেন। তার অগ্রগতি সঠিক পথে চলতে থাকলে তিনি ভবিষ্যতে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠবেন।
শুভমান গিল: এরপর কিছুক্ষণের জন্য মনে না করলেও শুভমন গিলের নামটি নিতেও ভোলেননি সৌরভ। এই মুহূর্তে তিন ফরম্যাটেই ভারতীয় দলের জার্সিতে অসাধারণ ছন্দে রয়েছেন পাঞ্জাবের তারকা ওপেনার