IPL-এর সঙ্গে যুক্ত হয়ে প্রায় দ্বিগুণ হয়েছে সৌরভের সম্পত্তি! মাসিক রোজগার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যখন তিনি বিসিসিআই (BCCI) সভাপতির দায়িত্ব হারিয়েছিলেন তখন অনেকেই আশঙ্কা করেছিলেন যে বেশ কিছুদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিজের বাড়িতেই পরিবারের সাথে সময় কাটাতে দেখা যাবে। কিন্তু তেমনটা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব ছাড়ার পর থেকে সৌরভ যেন আরও ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিলেন। কিন্তু ক্রিকেট খেলার পাশাপাশি আরো নানান কাজ করে বর্তমানে তার সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া।

জেএসডব্লিউ সিমেন্ট, অজন্তা জুতো, মাই ইলেভেন সার্কল, সেনকো গোল্ড, বন্ধন ব্যাঙ্ক, বিক্স ফার্ম মারি বিস্কুট ইত্যাদি প্রায় ১১ টি সংস্থা ও প্রোডাক্টের এনডোর্সমেন্টের সাথে যুক্ত আছেন সৌরভ। এর মাধ্যমে তিনি বছরে ৩ কোটি টাকারও বেশি রোজগার করে থাকেন। জনপ্রিয় ‘পুমা’-র ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে সবচেয়ে বেশি টাকা রোজগার করেন সৌরভ। বার্ষিক ১ কোটি ৩৫ লক্ষ টাকার চুক্তিতে তাদের সঙ্গে যুক্ত আছেন তিনি।

sourav dc

আগের বছর অবধি বিসিসিআইয়ের সভাপতি থাকার সময় ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে বার্ষিক ৫ কোটি টাকা প্রদান করতো। সূত্র মারফত জানা গিয়েছিল যখন সৌরভ জনপ্রিয় রিয়‍্যালিটি শো, ‘দাদাগিরির’ সঞ্চালনা করতেন তখন তিনি সপ্তাহে ১ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। যদিও এই তথ্যের সম্পূর্ণ সত্যতা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

বর্তমানে তিনি আইপিএলের সাথেও যুক্ত আছেন দিল্লি ক্যাপিটালস দলের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হিসাবে। সেখানে তিনি ঠিক কত বেতন পান তা জানা না গেলেও সেটা যে একেবারেই কম বেতন নয় সে সম্পর্কে সকলেই নিশ্চিত। এছাড়া সৌরভের কাছে মোট ৪৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে যার মধ্যে ৭ কোটি টাকার শুধু গাড়িই রয়েছে।

গত বছর ৫০ বছর বয়সী তারকার মোট সম্পত্তির পরিমাণ ধারণা করা হয়েছিল ৩৬৫ কোটি টাকা। যদিও সেই হিসাব কতটা ঠিক ছিল এই নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। কিন্তু আইপিএলের সঙ্গে যুক্ত হওয়ার পরে তার সম্পত্তির নতুন যে হিসাব সামনে এসেছে তা প্রায় ৭০০ কোটি টাকার কাছাকাছি। সব মিলিয়ে তার মাসিক রোজগার ৮ কোটি টাকারও বেশি এমনটা ধারণা করা যায়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর