মেয়াদ শেষ হওয়ার সত্ত্বেও বোর্ডের সাধারণ সভায় প্রেসিডেন্ট সৌরভই, জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই বিসিসিআই প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হয়ে গিয়েছে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly)। বোর্ড সচিবের পদে জয় শাহরও মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার সত্ত্বেও আগামী 24 শে ডিসেম্বর বিসিসিআইয়ের সাধারণ সভায় সভাপতিত্ব করবেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিই। সেই সঙ্গে সচিব পদে বহাল থাকবেন জয় শাহ।

আজ অর্থাৎ বুধবার সুপ্রিমকোর্টে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহর মেয়াদ বৃদ্ধির শুনানি ছিল কিন্তু দেশের শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই মামলার শুনানি হবে আগামী বছর জানুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভ গাঙ্গুলী এবং সচিব পদে জয় শাহ বহাল থাকবেন।

108637045852e6733114bf3233a02b09d225ce37e159ffdfd2c4f270b80fc0ab80447431e

আজ 9 ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে জয় শাহ এবং সৌরভ গাঙ্গুলির ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। আপাতত এই মামলার শুনানি স্থগিত রেখেছে শীর্ষ আদালত। জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যেই বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভ গাঙ্গুলীর এবং বিসিসিআই সচিব পদে জয় শাহর মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই দু’জনের মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিমকোর্টে কাছে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আপাতত এই মামলার রায় ঝুলে রইলো অর্থাৎ সৌরভ গাঙ্গুলী এবং জয় শাহকে আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর