করোনা আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে।

বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে করোনা আতঙ্ক। করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ক্রীড়ামহলে। করোনার থাবায় আপাতত সমস্ত রকমের ক্রিকেটীয় কার্যকলাপ বন্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে মুম্বাইয়ে বিসিসিআই এর হেডকোয়ার্টার বন্ধ রাখার। কিন্তু বিসিসিআই অফিস বন্ধ হয়ে গেলেও কাজ বন্ধ হয় নি বোর্ড কর্মীদের। বোর্ডের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে বসেই কাজকর্ম করার। এরফলে এই মুহূর্তে বাড়িতেই সময় কাটাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এই মুহূর্তে কার্যত ঘরবন্দি রয়েছেন মহারাজ। এমনই এক অন্যরকম বিকেলের ছবি পোস্ট করলেন দাদা।

অনেক দিন হয়ে গেল ক্রিকেট ছেড়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি কিন্তু ক্রিকেট ছেড়ে দিলেও ক্রিকেটীয় কর্মব্যস্ততা পিছন ছাড়ে নি প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।  কয়েক দিন আগে সিএবি প্রেসিডেন্টের ভূমিকায় আর এখন বিসিসিআই প্রেসিডেন্টের ভূমিকায় ভারতীয় ক্রিকেট নিয়ে ব্যস্ত তিনি।

230817937795bfc570ca42150c136250a04b64823a8adc67594084942f5f24a0609fb9337

আগের থেকে এখন দাদার কাঁদে অনেক বেশি দায়িত্ব। নিজের মত করে কাটানোর সময় খুবই কম দাদার। কিন্তু বর্তমানে করোনা ভাউরাসের কারনে নিজের ব্যস্ত জীবন থেকে কিছুটা ছুটি পেয়েছেন দাদা কারন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে। ঘরোয়া ক্রিকেট বন্ধ রয়েছে সেই সাথে স্থগিত রয়েছে আইপিএলও তাই এখন ছুটি দাদারও। নিজের ইন্সটাগ্রামে একটি পোস্ট করে দাদা লিখেন “শেষ কবে এই ভাবে বিকেল বেলায় ফাঁকা সময় কাটিয়েছি মনে পড়ে না।”

Udayan Biswas

সম্পর্কিত খবর